×

অপরাধ

নারী নেত্রীর নির্যাতনের শিকার গৃহকর্মী লাইভে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৬:০১ পিএম

নারী নেত্রীর নির্যাতনের শিকার গৃহকর্মী লাইভে!

বামে রাজপথে নারী নির্যাতনের বিরুদ্ধে, ঘরে গৃহকর্মী নির্যাতন। ছবি: মীমের ফেসবুক।

বাসার জিনিস নষ্টের অপবাদ দিয়ে রাজধানীর উত্তরায় গৃহপরিচারিকাকে নির্যাতন করেছেন সাইয়েদা সুলতানা অ্যানী নামে এক নারী আন্দোলন কর্মী। নির্যাতনের শিকার হয়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ফেসবুকে পোস্ট দিয়েছেন পাপিয়া আক্তার মীম নামে সেই গৃহকর্মী। পোস্টে নির্যাতনের প্রমাণ স্বরূপ কয়েকটি ছবিও দিয়েছেন। পাশাপাশি একটি ভিডিও দিয়েছেন, যেখানে সেই অমানবিক ঘটনার দৃশ্য না থাকলেও শব্দ শোনা যাচ্ছে। গৃহকর্মী মীমকে ওই নারী নেত্রী অকথ্য ভাষায় গালাগাল ও চড়াও হচ্ছেন। এরপর শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ফেসবুক লাইভে আসেন। তিনি বলেন, আমাকে চুলের মুঠি ধরে নির্যাতন করা হয়েছে। পা ধরে মাফ চাইলেও মাফ করা হয় নি আমাকে। নির্যাতনের শিকার তরুণীর বৃহস্পতিবারের ফেসবুক পোস্টটি হুবহু প্রকাশ করা হলো- এই করোনার মহামারিতে মানুষ এমন হিংস্র কিভাবে হতে পারে, সবাইকে আমার এই ভিডিও টা দেখার জন্য অনুরোধ করছি ? আজ গরীব হয়ে জন্ম নিয়েছি বলে, বড় লোকদের হাতে মার খেয়ে চুপ থাকতে হচ্ছে, কারন পুলিশ শুধু বড়লোকদের, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছোট একটা জবে ঢুকেছিলাম, এর মধ্যে করোনার জন্য চাকরি শেষ পর্যন্ত করতে পারি নাই, ভাবলাম বসে থেকে কি হবে, এক পরিচিত ভাই ভাইয়ের মাধ্যমে এক বড়লোকের বাড়িতে একটা প্রতিবন্ধী মেয়ে দেখাশোনা করার জন্য কাল যাই, সামান্য একটা ভুলের কারনে, যেই ভুলটা আমি করি নাই, ফ্রিজ পরিস্কার করা নিয়ে একটু দাগ হওয়ার কারনে, কাল থেকে আজ সকাল পযন্ত আমাকে আটকে রেখে এমন নির্যাতন করে। আমি বার বার বলছি ম্যাম আমাকে যেতে দেন, উনি পরে আমার একটা ভিডিও ধারন করে, যেখানে আমাকে জোরপূর্বক বলতে বলে যে আমি উনার বাসা থেকে ইচ্ছাকৃত চলে যাচ্ছি, আমি মারের ভয়ে বলতে বাধ্য হয়েছি,তার পর আমি থানায় যাই কিন্তু কোন কাজ হয়নি,পুলিশ আমার সাথে আসছে ঠিক কিন্তু, উনার সাথে ফোন কথা বলে,আমাকে বলছে আপনি বাসাই যান, আমরা দেখছি বেপারটা, যানি আমি এটার আর কিছু হবে না,তাই আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম,মানুষ কোন সময় এমন সিদ্ধান্ত নেয় কারো বাসায় কাজ করার সেটা অবশ্যই বুঝতে পারছেন,আশা করি এটা নিয়ে কেউ কমেন্ট করবেন না,পরিস্থিতি মানুষকে অসহায় করে ফেলে, যখন মা বাবা মুখের দিকে তাকাই তখন আর কোন কিছু মাথাই আসে না,তারিখ ১৬/৪/২০২০এই করোনার মহামারিতে মানুষ এমন হিংস্র কিভাবে হতে পারে। সবাইকে আমার এই ভিডিও টা দেখার জন্য অনুরোধ করছি ? আজ গরীব হয়ে জন্ম নিয়েছি বলে,বড় লোকদের হাতে মার খেয়ে চুপ থাকতে হচ্ছে, কারন পুলিশ শুধু বড়লোকদের,আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছোট একটা জবে ঢুকেছিলাম,এর মধ্যে করোনার জন্য চাকরি শেষ পর্যন্ত করতে পারি নাই,ভাবলাম বসে থেকে কি হবে,এক পরিচিত ভাই ভাইয়ের মাধ্যমে এক বড়লোকের বাড়িতে একটা প্রতিবন্ধী মেয়ে দেখাশোনা করার জন্য কাল যাই, সমান্য একটা ভুলের কারনে, যেই ভুলটা আমি করি নাই, ফ্রিজ পরিস্কার করা নিয়ে একটু দাগ হওয়ার কারনে, কাল থেকে আজ সকাল পযন্ত আমাকে আটকে রেখে এমন নির্যাতন করে, আমি বার বার বলছি ম্যাম আমাকে যেতে দেন, উনি পরে আমার একটা ভিডিও ধারন করে,যেখানে আমাকে জোরপূর্বক বলতে বলে যে আমি উনার বাসা থেকে ইচ্ছাকৃত চলে যাচ্ছি। আমি মারের ভয়ে বলতে বাধ্য হয়েছি,তার পর আমি থানায় যাই কিন্তু কোন কাজ হয়নি, পুলিশ আমার সাথে আসছে ঠিক কিন্তু, উনার সাথে ফোন কথা বলে,আমাকে বলছে আপনি বাসাই যান, আমরা দেখছি বেপারটা, যানি আমি এটার আর কিছু হবে না, তাই আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম, মানুষ কোন সময় এমন সিদ্ধান্ত নেয় কারো বাসায় কাজ করার সেটা অবশ্যই বুঝতে পারছেন, আশা করি এটা নিয়ে কেউ কমেন্ট করবেন না, পরিস্থিতি মানুষকে অসহায় করে ফেলে, যখন মা বাবা মুখের দিকে তাকাই তখন আর কোন কিছু মাথাই আসে না। গৃহকর্মী মীমের লাইভ ভিডিও-

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App