×

খেলা

বাছাইপর্ব না খেলেই মূলপর্বে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৪:৫৫ পিএম

বাছাই পর্বে না খেলেই ২০২১ সালের বিশ্বকাপের মূল পর্বে গেছে ভারতের নারী ক্রিকেট দল। পাকিস্তানের মেয়েদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। প্রতিবেশি পাকিস্তানের নারীদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ খেলার কথা ছিল ভারতের। কিন্তু দুই দেশের রাজনৈতিক অস্থিরতা ও ক‚টনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় সিরিজটি আয়োজন করা সম্ভব হয়নি। গত বছরের জুলাই থেকে নভেম্বরের মধ্যে হওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরকারের সবুজ সঙ্কেত পায়নি। তাই সিরিজটিও মাঠে গড়ায়নি। ফলে দুদলকে পয়েন্ট ভাগ করে দিয়েছে আইসিসি। সুবাদে ২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য উইমেনস ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে গতবারের রানার্স-আপ ভারতীয়রা। ওদিকে আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অধীনে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজও বাতিল হয়ে গেছে কোভিড-১৯ মহামারীর কারণে। আইসিসি জানিয়েছে, সবাইকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। আয়োজক নিউজিল্যান্ডের সঙ্গে আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চার দল অস্ট্রেলিয়া (৩৭ পয়েন্ট), ইংল্যান্ড (২৯ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (২৫ পয়েন্ট) ও ভারত (২৩ পয়েন্ট) সরাসরি ২০২১ বিশ্বকাপের মূল পর্বে পা রেখেছে। পয়েন্ট তালিকায় তাদের পরেই রয়েছে পাকিস্তান (১৯ পয়েন্ট), নিউজিল্যান্ড (১৭ পয়েন্ট), ওয়েস্ট ইন্ডিজ (১৩ পয়েন্ট) ও শ্রীলঙ্কা (৫ পয়েন্ট)। আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ; ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দুদল বাংলাদেশ ও আয়ারল্যান্ড এবং পাঁচ আঞ্চলিক কোয়ালিফাইয়ার-থাইল্যান্ড (এশিয়া), জিম্বাবুয়ে (আফ্রিকা), পাপুয়া নিউগিনি (ইস্ট এশিয়া প্যাসিফিক) ও যুক্তরাষ্ট্র (আমেরিকা) ও নেদারল্যান্ডসের (ইউরোপ) মধ্য থেকে আরো তিনটি দল টিকিট পাবে আট দলের আইসিসির ওয়ানডে বিশ্বকাপে। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের মাটিতে আগামী বিশ্বকাপ ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি-৭ মার্চ অনুষ্ঠিত হবে। আর বাছাই পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা আগামী বছরের ৩ থেকে ১৯ জুলাই। এতে আরও অংশ নিবে বাংলাদেশ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App