×

পুরনো খবর

দেশে করোনায় আরো ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৩৪১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০২:৩৬ পিএম

দেশে করোনায় আরো ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৩৪১

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল ছবি।

দেশে করোনা আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো নতুন করে আরো ৩৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫৭২  জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ২০১৯ জনের। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্যবিষয়ক সংবাদ বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। বুলেটিনে ১০ জন মৃত্যুবরণকারীদের বিষয়ে জানানো হয়, তাদের মধ্যে ৭০ থেকে ৮০ বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের তিন জন এবং ২১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। এরমধ্যে পুরুষ সাত জন এবং নারী তিন জন। তাদের মধ্যে ঢাকায় রয়েছেন ছয় জন এবং ঢাকার বাইরে চার জন। এই সময় অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ১১৯টি। গতকালের চেয়ে নমুনা সংগ্রহ ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর নমুনা পরীক্ষা ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এসময় অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকতে হবে এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App