×

খেলা

ছোটবেলার ক্লাবে রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৫:০২ পিএম

বিশ্বের অন্য অন্য পেশাদার ফুটবলারের মতো ক্রিশ্চিয়ানো রোনালদো সবসময় ব্যস্ত থাকেন। পরে থাকেন ফুটবল নিয়েই। তাছাড়া ফুটবলের বাইরে ব্যবসা, মডেলিং সবই সামলান তিনি। ফলে তার হাতে খুব বেশি একটা সময় থাকে না। আর তাই তো নিজ দেশে এসেও বেশিদিন থাকা হয় না তার। তবে করোনা ভাইরাসের কারণে এখন রোনালদো রয়েছেন নিজ জন্মস্থান পর্তুগালের মাদেইরাতে । এখন তার নেই ফুটবলের ব্যস্ততা। নেই ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা। হাতেও রয়েছে অফুরন্ত সময়।

আর তাই তো নিজের ছোটবেলার ক্লাব ঘুরে দেখে সময় কাটিয়েছেন তিনি। গতকাল তার ছোটবেলার ক্লাব ন্যাশোনালের জাদুঘরসহ সবকিছু খুটিয়ে খুটিয়ে দেখেছেন। নিজের ছোটবেলার স্মৃতি বিজড়িত ক্লাবের জাদুঘরে গিয়ে বেশ কয়েকটি ছবি তুলে তা সামাজিক মাধ্যমে দিয়েছেন তিনি। আর একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘নিজের বাড়িতে ফিরতে সবসময়ই ভালো লাগে’।

এই ক্লাবের সভাপতিই রোনালদোকে অনুশীলন করার ব্যবস্থা করে দিয়েছেন কয়েকদিন আগে। এতেই বোঝা যায় রোনালদোর সঙ্গে কতোটা ভালো সম্পর্ক রয়েছে ক্লাবটির। তবে সরকারের পক্ষ থেকে অনুমতি না নেয়ায় তাকে আবার সমালোচনায়ও পরতে হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App