×

খেলা

কখন আবার গ্যালারি ভরে উঠবে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৫:২৭ পিএম

কখন আবার গ্যালারি ভরে উঠবে?

ফাঁকা গ্যালারি

করোনা ভাইরাসের কারণে বিশ্বের সব ধরনের খেলাধুলা সাময়িক সময়ের জন্য স্থগিত করে দেয়া হয়েছে। তবে খেলা বন্ধ থাকার কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর তাই তারা চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে আবার পুনরায় তা চালু করতে। খেলা চালু হলেও মাঠের গ্যালারিতে সহসাই দেখা যাবে না দর্শকদের উচ্ছাস ও উদ্দীপনা। তবে তা কখন সম্ভব হবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমেরিকার ইমোরি বিশ্ববিদ্যালয়ের মহামারী বিশেষজ্ঞ জাখ বিনে। তিনি জানিয়েছেন কমপক্ষে ১৮ মাস স্টেডিয়ামে কোনো দর্শক সমাগম হওয়া সম্ভব না। তবে তিনি এও জানিয়েছেন ১৮ মাসের আগেই দর্শককে গ্যালারিতে আনা যাবে যদি এই প্রাণঘাতী কভিড-১৯ করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক বের হয়। প্রতিষেধক বের হওয়ার আগে মাঠে দর্শক আনার ব্যপারটি অনেকটা আত্মহত্যার শামিল হবে বলেও জানিয়েছেন তিনি। এ ব্যাপারে জাখ বিনে বলেন, প্রতিটা মানুষ এখন প্রতিটা মানুষের জন্য বিপদজনক। আর ফলে জমায়েত করা মানেই তা বিপদজনক। এই ভাইরাসে মাত্র ৫ জন আক্রান্ত মানুষ থেকেই ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়ে যেতে পারে। একজন বিজ্ঞানী হিসেবে আমি কখনো শতভাগ নিশ্চিত হয়ে কথা বলি না। তবে এটি আমি শতভাগ নিশ্চিত যে প্রতিষেধক আসার আগ পর্যন্ত মাঠে দর্শক ফেরানো যাবে না। আমি এজন্য মনে করি এজন্য কমপক্ষে ১৮ মাস বা তার কমও সময় লাগতে পারে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App