×

জাতীয়

একনজরে দেশের কোন জেলায় কতজন আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১১:৩৪ পিএম

একনজরে দেশের কোন জেলায় কতজন আক্রান্ত

করোনা ভাইরাস।

করোনা ভাইরাসে আতঙ্কগ্রস্থ সারাদেশ। প্রতিদিন বাড়ছে এর ভায়বহতা। করোনা পরীক্ষার হার অনুয়ায়ী বলা যায় হাজারে শতাধিক আক্রান্ত রয়েছে দেশে। এ পর্যন্ত দেশে ১৫৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬০ জন এবং সুস্থ হয়েছেন ৪৯ জন।

এদিকে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাক্ষ ৯৭০৯ জন। এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছে এক লাক্ষ ৩৭ হাজার ৬৬ জন এবং সুস্থ হয়েছেন ৫ লাক্ষ ২৬ হাজার ৭৭০ জন।

একনজরে জেলা সমূহে আক্রান্তের সংখ্যা:

ঢাকা ৬৩৬, নারায়ণগঞ্জ ২৫৫, গাজীপুর ৮২, নরসিংদী ৪৩, চট্টগ্রাম ৩৬, মুন্সীগঞ্জ ২৬, মাদারীপুর ২৩, কিশোরগঞ্জ ২২, গোপালগঞ্জ ১৭, কুমিল্লা ১৪, গাইবান্ধা ১৩, জামালপুর ১২, বরিশাল ১২, টাঙ্গাইল ৯, ময়মনসিংহ ৯, ব্রাহ্মণবাড়িয়া ৮, দিনাজপুর ৮, রাজবাড়ী ৭, চাঁদপুর ৭, শরীয়তপুর ৬, নীলফামারী ৬, নেত্রকোনা ৬, মানিকগঞ্জ ৫, বরগুনা ৪, রাজশাহী ৪, পিরোজপুর ৪, রংপুর ৩, সিলেট ৩, শেরপুর ৩, ঠাকুরগাঁও ৩, ঝালকাঠী ৩, মৌলভীবাজার ২, পটুয়াখালী ২, লালমনিরহাট ২, ফরিদপুর ২, কুড়িগ্রাম ২, নোয়াখালী ২, চুয়াডাঙা ১, কক্সবাজার ১, হবিগঞ্জ ১, লক্ষ্মীপুর ১, সুনামগঞ্জ ১, খুলনা ১, নড়াইল ১ ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App