×

আন্তর্জাতিক

অসুস্থ বাবাকে কোলে নিয়ে বাড়ি ফিরলেন ছেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০১:২৪ পিএম

অসুস্থ বাবাকে কোলে নিয়ে বাড়ি ফিরলেন ছেলে

ভারতের কেরালার পুনালুরে

করোনার কারণে দেশ জুড়ে চলছে লকডাউন। বেশিরভাগ মানুষই ঘরবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। রাস্তায় গাড়িও পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে অসুস্থ এক বাবাকে কাঁধে নিয়ে হেঁটেই বাড়ি ফিরলেন মধ্যবয়সী এক ব্যক্তি।

ঘটনাটি ভারতের কেরালার পুনালুরে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, কুলাঠপুজ্জার বাসিন্দা ওই ব্যক্তি নিজের অসুস্থ বাবাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছিলেন। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ ৬৫ বছরের ওই বৃদ্ধকে ছেড়ে দেন। এরপর বাবাকে নিয়ে অটোতে চড়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। কিন্তু লকডাউনের কারণে পথের মধ্যেই অটোটিকে থামিয়ে দেয় পুলিশ। পরে উপায় না পেয়ে অসুস্থ বাবাকে কোলে নিয়ে প্রায় এক কিলোমিটার পথ হেঁটেই বাড়ি ফেরেন ওই ব্যক্তি। বাবাকে কোলে নিয়ে হাঁটতে কষ্ট হলেও থামেননি তিনি। ছেলের পেছনে প্রেসক্রিপশন আর ব্যাগ হাতে হাঁটতে থাকেন বৃদ্ধা মাও।

অসুস্থ বাবাকে নিয়ে বাড়ি ফেরার সময় হাসপাতালের উপযুক্ত তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও কেন ওই ব্যক্তির অটো আটকানো হলো তা নিয়ে উঠেছে প্রশ্নও।

কেরালায় এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৬০৮ জন। এদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১৮। মৃত্যু হয়েছে ৩ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App