×

অর্থনীতি

সরকারকে পিপিই দিচ্ছে ইয়োনগন কর্পোরেশন

Icon

nakib

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৬:১৬ পিএম

সরকারকে পিপিই দিচ্ছে ইয়োনগন কর্পোরেশন

করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কে সহায়তা করতে পিপই ও মাস্ক দিচ্ছে ইয়োনগন কর্পোরেশন। কোম্পানির চেয়ারম্যান কিকাহ সং এক বিবৃতিতে বলেন, জরুরি সেবা হিসেবে বিশেষ ব্যবস্থায় সরকারকে মানসম্মত পারসোনাল প্রটেকটিভ ইকোইপম্যান্ট বা পিপিই প্রদান করছে।

চিসিৎসা দিওেত যারা সামনে থেকে কাজ করেন তাদের সেসব ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত সকলকে এসব সরঞ্জাম প্রদান করা হবে। গ্রুপটির পক্ষ থেকে ২৫ নহাজার পিপিই এবং ২৫ হাজার সার্জিকেল মাস্ক এবং ফেস শিন্ড সরবরাহ করা হবে। গ্রুপটির ঢাকায় অবস্থিত টেক্সটাইল থেকে এসব পণ্য তৈরী করা হবে।

জরুরি প্রয়োজনে ব্যবহৃত এসব সরঞ্জামের প্রথম চালানের ১৫ হাজার পিপিই বুধবার (১৫ মার্চ) গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App