×

পুরনো খবর

সংসদের সপ্তম অধিবেশনে থাকবেন না সাংবাদিকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৫:৩৩ পিএম

করোনা সংক্রমণ ঠোকাতে সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়া হবে না। মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতীয় সংসদের গণসংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়াও কোনো ভিজিটরকেও এবারের সংসদ অধিবেশন দেখার অনুমতি দেয়া হবে না বলেও জানান হয়েছে।

গণসংযোগ শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংসদ বিটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সব সাংবাদিককে জানানো যাচ্ছে যে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী ১৮ এপ্রিল শনিবার বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করা হয়েছে। করোনার জন্য সবার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ অধিবেশনটি অত্যন্ত সংক্ষিপ্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

এ প্রেক্ষাপটে সব সাংবাদিককে সরাসরি সংসদে না এসে নিজ নিজ অবস্থানে থেকে সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত সংসদ অধিবেশন কাভার করার জন্য অনুরোধ করা হচ্ছে’।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপে দেশব্যাপী যখন লক ডাইনে তখন শুধুমাত্র সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী ১৮ এপ্রিল একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন ঢাকা হয়েছে। এ অধিবেশনের শুরুতে সিটিং এমপি ও সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে শোক প্রস্তাব এনে মুলতবি হয়ে যাবার রেওয়াজ রয়েছে। তবে প্রধানমন্ত্রী বা অন্য দু’একজন সিনিয়র সদস্য শরীফের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর বক্তব্য দিতে পারেন। সে হিসেবে ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘন্টা অধিবেশনটি চলে মুলতবি হয়ে যাবার কথা রয়েছে। তা হলে এ অধিবেশনটি হবে দেশের স্বল্পতম সময়ের অধিবেশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App