×

জাতীয়

র‌্যাব ডিজির দ্বায়িত্ব নিলেন আবদুল্লাহ আল-মামুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৭:২৪ পিএম

র‌্যাব ডিজির দ্বায়িত্ব নিলেন আবদুল্লাহ আল-মামুন

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দ্বায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। র‌্যাবের অষ্টম মহাপরিচালক (ডিজি) হিসেবে বুধবার (১৫ এপ্রিল) তিনি দ্বায়িত্বভার গ্রহন করেন। তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দ্বায়িত্ব নেয়া ড. বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে সমাজবিজ্ঞান বিষয়ের উপর স্নাতক ও ১৯৮৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন তিনি।

গত ২০১৯ সালের মে মাসে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি পুলিশের বিভিন্ন ইউনিট ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদসহ সাফল্যের সঙ্গে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে র‌্যাব ফোর্সেসে যোগদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App