×

অর্থনীতি

মার্চের বেতন পাননি ১০৮৮ কারখানার শ্রমিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৭:২৪ পিএম

দেশের দুই হাজার ২৭৪টি তৈরি পোশাক শিল্প-কারখানার মধ্যে এখনও বেতন পাননি এক হাজার ১৮৬টির কারাখানার শ্রমিকরা। বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ-এর সভাপতি রুবানা হক বলেন, ‘নির্ধারিত সময় ১৬ এপ্রিলের মধ্যেই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। তবে কিছু প্রতিষ্ঠানের সমস্যা আছে, তা সমাধানে বিজিএমইএ কাজ করছে।’ এর আগে ১৩ এপ্রিল এক বিবৃতিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করার কঠোর নির্দেশনা দিয়েছিলেন। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে বুধবার পর্যন্ত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেননি এক হাজার ৮৮টি কারখানার মালিক। করোনার এ দুর্যোগকালীন মার্চ মাসের বেতন-ভাতার দাবিতে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় লকডাউন ভেঙে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App