×

জাতীয়

মহাখালী-বাড্ডায় শ্রমিকদের সড়ক অবরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১০:৫৯ এএম

মহাখালী-বাড্ডায় শ্রমিকদের সড়ক অবরোধ

আন্দোলনরত শ্রমিকরা

মহাখালী-বাড্ডায় শ্রমিকদের সড়ক অবরোধ

বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে। ছবি: নুরুজ্জামান শাহাদাত

মহাখালী-বাড্ডায় শ্রমিকদের সড়ক অবরোধ

শ্রমিকরা থামিয়ে দিয়েছে সিএনজি ও আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি। ছবি: নুরুজ্জামান শাহাদাত

মহাখালী-বাড্ডায় শ্রমিকদের সড়ক অবরোধ

বাইকারকেও আটকে দিলেন শ্রমিকরা। ছবি: নুরুজ্জামান শাহাদাত।

রাজধানীর মহাখালীতে যমুনা গার্মেন্টসের শ্রমিকরা  বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছে। বুধবার( ১৫ এপ্রিল) সকালে  লকডাউন চলাকালে তারা এ সড়ক অবরোধ করে। এছাড়া বাড্ডাতেও শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। তবে বেশিক্ষণ এ বিক্ষোভ চলেনি। স্থানীয় কমিশনার মাসুম গনির আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। শমসের রিজিয়া ফ্যাশনস লিমিটেডের নোটিসে দেখা যায়, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ থাকবে।  ফ্যাক্টরি খোলা হবে ২৬ এপ্রিল। ওইদিন বকেয়া বেতন পরিশোধ করা হবে। [caption id="attachment_215084" align="aligncenter" width="700"] আন্দোলনরত শ্রমিকরা। ছবি: নুরুজ্জামান শাহাদাত[/caption] এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় খেটে খাওয়া মানুষেরা বাড্ডায় বিক্ষোভ করেন। ওইদিন বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করলেও কাজ হয়নি। তখন রাস্তায় রিকশা উল্টে রেখে বিক্ষোভ দেখান তারা। [caption id="attachment_215089" align="aligncenter" width="700"] শ্রমিকরা থামিয়ে দিয়েছে রিকশা, সিএনজি ও আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি। ছবি: নুরুজ্জামান শাহাদাত[/caption] গত কয়েক দিন ধরেই বেতন-ভাতার দাবিতে বিভিন্ন জায়গায় শ্রমিকরা বিক্ষোভ করছেন। [caption id="attachment_215090" align="aligncenter" width="700"] বাইকারকেও আটকে দিলেন শ্রমিকরা। ছবি: নুরুজ্জামান শাহাদাত।[/caption]  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App