×

আন্তর্জাতিক

বিমানে সামাজিক দূরত্ব কীভাবে সম্ভব?

Icon

nakib

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৪:৩৩ পিএম

বিমানে সামাজিক দূরত্ব কীভাবে সম্ভব?

উইজ এ্যায়ারের একটি বিমান

করোনা ভাইরাসের কারণে প্রায় বন্ধ রয়েছে সারা বিশ্বের যোগাযোগ ব্যবস্থা। এরই মধ্যে অল্প পরিসরে বিমান চলাচল শুরু করার কথা ভাবছে। লকডাউন ওঠে গেলে সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে বিমানের ফ্লাইট স্বাভাবিক করা যায় সেটাই মূল চিন্তার বিষয়। উইজ এ্যায়ার বিমানের তিন ভাগের দু’ভাগ পরিপূর্ণ করে বিমান চলাচলের পরিকল্পনা করছে।

তিন সিটের মধ্যে মাঝের সিট খালি রেখে দুপাশে দুজন আরোহী নিয়ে বিমান চলাচল করবে। অর্থাৎ ১৮০ সিটের একটি বিমান ১২০ জন যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করবে। তবে এতে করে বিমানের ব্যবসায়িক মডেল পরিবর্তন করতে হবে বলে ধারণা করছে সংশিষ্টরা। হাঙ্গেরি ভিত্তিক এ বিমান সংস্থাটি এতামধ্যে এক-পঞ্চমাংশ অর্থাৎ প্রায় ১ হাজার কর্মীকে কাজ থেকে অব্যাহতি দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App