×

চিত্র বিচিত্র

করোনা নিয়ে সেই রহস্যময় কিশোরের ভবিষ্যদ্বাণী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৪:১২ পিএম

করোনা নিয়ে সেই রহস্যময় কিশোরের ভবিষ্যদ্বাণী

কিশোর জ্যোতিষ আনন্দ

করোনাভাইরাস নিয়ে আগাম বার্তা দিল ভারতের সেই কিশোর জ্যোতিষ। এর আগেও করনো নিয়ে বার্তা দিয়েছিল সে। গত বছর আগস্ট মাসে আনন্দ নামের ওই কিশোর জ্যোতিষের একটি ভিডিও ভাইরাল হয়। “সেভার ডেঞ্জার টু দি ওয়ার্ল্ড ফ্রম নভেম্বর ২০১৯ টু এপ্রিল ২০২০” নামের ভাইরাল হওয়া ওই ভিডিওতে করোনারই ইঙ্গিত পাওয়া যায় বলে মনে করে ভারতবাসী। ভিডিওতে কিশোর বলেছিল, গোটা বিশ্বে একটি মারণ রোগ মানুষকে চরম সংকটে ফেলবে, নভেম্বর ২০১৯ থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত সময়টা মানবজাতির জন্য চূড়ান্ত ভয়ঙ্কর। সে আরও জানিয়েছিল, মারণ রোগের প্রকোপ ২০২০-র ৩১ মে-র মধ্যে কমে যাবে। কিশোর জ্যোতিষীর কথা কার্যত ফলে যাওয়ায় ফের নতুন করে শিরোনামে উঠে এসেছে সে। সম্প্রতি আরও একটি ভিডিও প্রকাশ করেছে আনন্দ। ভিডিওতে তিনি বলেন ৩১ মে নয়, ৩১ জুনের আগে বিশ্ববাসী কোনো ভালো খবর শুনতে পাবে না। যদিও মাঝখানে দুই দিনের জন্য মারণ রোগের প্রকোপ কিছুটা কমবে। কিন্তু সুখবর আসতে জুন মাসের শেষ। আনন্দ বলেন, ২০২০-র ডিসেম্বরে পৃথিবীতে নেমে আসবে আরও একটি চরম বিপর্যয় যা চলবে ২০২১- এর ৩১ মার্চ পর্যন্ত। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তুলসি পাতা খাওয়ারও পরামর্শ দিয়েছে অভিজ্ঞ। এজন্য পানিতে কাঁচা হলুদ, জোয়ান আর আদা দিয়ে গরম করে সেই পানিতে ভাপ নিতে বলেন তিনি । এতে ভাইরাস নাক বা কান দিয়ে শরীরে প্রবেশ করতে পারবে না বলেও মনে করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App