×

আন্তর্জাতিক

করোনা উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ায় নির্বাচন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১০:৫২ এএম

করোনা উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ায় নির্বাচন

দক্ষিণ কোরিয়ায় নির্বাচন

করোনা উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ায় নির্বাচন

দক্ষিণ কোরিয়ায় নির্বাচন

করোনাভাইরাস আতঙ্ককে উপেক্ষা করে নির্বাচন করছে দক্ষিণ কোরিয়া। করোনা মোকাবিলায় যখন সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইনকে বড় হাতিয়ার হিসেবে ধরা হয়েছে, তখন জনগণকে ঘরের বাইরে বের হয়ে ভোট দেওয়ার জন্যে জড়ো করছে দেশটি। যদিওবা নির্বাচন কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ সতর্কতা নেয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটি। ইতিপূর্বে কোনো নির্বাচন স্থগিত করেনি দক্ষিণ কোরিয়া। তারই ধারাবাহিকতা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বুধবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোট কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। দেশটিতে ৪ কোটি ৪০ লাখ ভোটার পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে। এই ভোটে ৩শ জন সংসদ সদস্যকে বেছে নেবেন দেশটির ভোটাররা। ভোটের আগে সব ভোটারের শরীরের তাপমাত্রা ভোটকেন্দ্রের দরজা থেকেই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ভোটের লাইনে একজন ভোটার থেকে অপরজনকে অবশ্যই কমপক্ষে এক মিটার দূরে অবস্থান করতে বলা হয়েছে। [caption id="attachment_215079" align="alignnone" width="700"]দক্ষিণ কোরিয়ায় নির্বাচন দক্ষিণ কোরিয়ায় নির্বাচন[/caption] প্রথমদিকে চীনের পর করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ছিল দক্ষিণ কোরিয়ায়। কিন্তু দেশটি এখন পর্যন্ত লকডাউন করা হয়নি। এখন পর্যন্ত সেখানে ১০ হাজার ৫শ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২২২ জন। অপরদিকে ৭ হাজার ৫শ ৩৪ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে। তবে ৫৫ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। যারা এখন সেলফ কোয়ারেন্টাইনে আছেন তারাও ভোট দেওয়ার অনুমতি পেয়েছেন। তারা ভোট দিতে বাড়ির বাইরে বের হতে পারবেন। অনেক ভোটার বলছেন, করোনার কারণে যে মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে সে কারণেই তাদের কাছে ভোট এখন আরও বেশি গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App