করোনা ভাইরাসে অর্থনৈতিক ক্ষতির কারণে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা এ্যর্ডান এবং মন্ত্রীর সভার সকল মন্ত্রী পরবর্তী ৬ মাসের জন্যে তাদের বেতনের ২০% কম বেতন নিবেন। সরকারী বিভিন্ন অফিসের প্রধান কর্মকর্তারাও মহামারি মোকাবেলায় একই পথ অনুসরণ করবেন।
দেশটির অফিস, স্কুল এবং জরুরি সেবা ছাড়া অন্যান্য সেবা প্রতিষ্ঠান গত ৩ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। দেশটিতে কঠোর লকডাউনের কারণে এবং বিশ্বব্যাপি মহামারির ফলে বেকারত্ব বেড়ে যাবে আশঙ্কা করা হচ্ছে। জেন্ডিসা বলেন, এখানে আমাদের সিদ্ধান্ত নেয়ার সুযোগ ছিল তাই এ সিদ্ধান্ত নিয়েছি। দেশটিতে করেনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৮৬ জন। আর মৃত্যু হয়েছে ৯ জনের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।