ত্রাণের অপব্যবহার করলে বরদাস্ত করবো না

আগের সংবাদ

করোনায় আরো ৪ জনের মৃত্যু্, নতুন আক্রান্ত ২১৯

পরের সংবাদ

র‌্যাব ডিজির দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল মামুন

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২০ , ২:৪৩ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১৫, ২০২০ , ২:৪৩ অপরাহ্ণ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৫ এপ্রিল) তিনি নতুন এ দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

এর আগে গত ৮ এপ্রিল এক প্রজ্ঞাপনে র‌্যাব ডিজি বেনজীর আহমেদকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে সিআইডি প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে র‌্যাব ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এদিকে, বুধবার (১৫ এপ্রিল) পুলিশের নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদকে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে র‌্যাংক ব্যাজ পরানো হয়।

এসএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়