র‌্যাব ডিজির দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল মামুন

আগের সংবাদ
ভিডিও কলে লিভারপুলের খেলোয়াররা

ভিডিও কলেই খেলোয়াড়দের অনুশীলন

পরের সংবাদ

করোনায় আরো ৪ জনের মৃত্যু্, নতুন আক্রান্ত ২১৯

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২০ , ২:৪৮ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১৫, ২০২০ , ১১:১৫ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা গেছেন ৪ জন। এ সময় সর্বোচ্চ ২১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৩১। আর মৃত্যু বেড়ে হয়েছে ৫০ জনের। নতুন করে সুস্থ হয়েছেন ৭ জন।  এ নিয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন। নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭৪০ জনের। মৃতদের মধ্যে তিন জন পুরুষ ও একজন নারী। আইসোলেশনে আছেন ৭১ জন। এ নিয়ে আইসোলেশনে ৪৩৩ জন।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। এই সময় যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

 

 

 

 

এসআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়