×

জাতীয়

নববর্ষ রঙ ছড়ালো ফেসবুকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১২:০৩ পিএম

নববর্ষ রঙ ছড়ালো ফেসবুকে

মোঙ্গল শোভাযাত্রাকে স্মরণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন একজন

নববর্ষ রঙ ছড়ালো ফেসবুকে

মেয়েকে সঙ্গে নিয়ে বৈশাখ উদযাপন করেছিলেন এক বাবা। বৈশাখকে স্মরণ করে অতীতের ছবি পোস্ট করেছেন তিনি।

নববর্ষ রঙ ছড়ালো ফেসবুকে

পহেলা বৈশাখের আগের দিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী

নববর্ষ রঙ ছড়ালো ফেসবুকে

ঘরে বসে ইলিশ রান্না করে খাওয়ার ছবি ফেসবুকে আপলোড করেছেন একজন

নববর্ষ রঙ ছড়ালো ফেসবুকে

ভাইরাসের আতঙ্ক কাটিয়ে উঠার কামনা করে অতীতের বৈশাখকে স্মরণ করছেন একজন

শুভ নববর্ষ । ১৪২৭ বঙ্গাব্দের প্রথম দিন আজ। বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যজুড়ে রয়েছে প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ধর্ম, বর্ণ নির্বিশেষে গোটা অসাম্প্রদায়িক বাঙালি জাতি এক হয়ে যে উৎসব পালনের মধ্য দিয়ে নিজেদের পরিচয় তুলে ধরে, তার নামই তো পহেলা বৈশাখ। [caption id="attachment_214959" align="alignnone" width="1199"]প্রধামন্ত্রী শেখ হাসিনা পহেলা বৈশাখের আগের দিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী[/caption] তুলিতে রঙ, মাটিতে আলপনা, বাঙালি শাড়ি-লুঙ্গি পড়ে একসাথে পান্তা ভাত খাওয়া আর রাস্তায় নেমে বাঁশির সুরে বাঙালি মেয়ের কোমড়ের ঢেউয়ে নেচে বেড়ানো ছাড়াও ঘরে বসে যে বৈশাখ পালন করা যায়, ১৪২৭ সনে এসে তারই সাক্ষি হলো বাঙালি জাতি। এবারের বৈশাখ সামাজিক যোগাযোগমাধ্যমেই পালন করতে হলো বাঙালি জাতিকে। [caption id="attachment_214958" align="alignnone" width="745"]ফেসবুকে বৈশাখ মেয়েকে সঙ্গে নিয়ে বৈশাখ উদযাপন করেছিলেন এক বাবা। বৈশাখকে স্মরণ করে অতীতের ছবি পোস্ট করেছেন তিনি।[/caption] করোনাভাইরাসের আতঙ্ক গ্রাস করে নিয়েছে গোটা বিশ্বকে। সবচেয়ে বেশি আক্রান্ত করেছে বিশ্বের আধিপত্যবাদী মোড়ল দেশগুলোকেই। বাঙালি জাতির প্রাণের উৎসব যখন সন্নিকটে, তখনই এই শান্তির ভূমির ওপর জেকে বসল এই মহামারী। তবুও বাঙালিদের ঠেকায় কে! হয়তো আনন্দ উৎসব করে পালন করা হলো না। কিন্তু ইতিহাসের ধারাবাহিকতা বাঙালি ধরে রেখেছে অকপটে। অন্তরে লালন করা ঐতিহ্যকে মুছে ফেলতে পারবে না কোনো অপশক্তি, তা প্রমাণ করে দিয়েছে বাঙালি। [caption id="attachment_214960" align="alignnone" width="700"]পহেলা বৈশাখ ঘরে বসে ইলিশ রান্না করে খাওয়ার ছবি ফেসবুকে আপলোড করেছেন একজন[/caption] করোনাভাইরাস থেকে বাঁচতে ঘরে অবস্থান করছে গোটা বাঙালি জাতি। এখন হয়তো ঘটা করে উৎসব পালনের সময় নয়। কিন্তু উৎসবমুখর পরিবেশে বৈশাখ উদযাপন না হলেও ঘরে বসে ঐতিহ্যকে স্মরণ করছে সবাই। ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগমাধ্যমে বৈশাখী স্লোগানের সাথে আগের বছরগুলোর উৎসব পালনের ছবি শেয়ার দেখেই বুঝা যায়, বৈশাখী উৎসব যেন ফেসবুকেই পালন করছে সবাই। হয়তো মঙ্গল শোভাযাত্রা নেই, বাঁশির সুরও নেই। নেই রাস্তায় আলপনা, শাড়ি পড়ে ঘুরে বেড়ানো। তবে ঘরে বসে বাঙালি সংস্কৃতির বাহারি ধরনের পিঠা বানাচ্ছেন অনেকেই। ঘরে বসে পান্তা খেয়ে ফেসবুকে শেয়ার করছেন অনেকেই। এর আগের বছরগুলোতে পরিবার পরিজন নিয়ে যে উৎসবে মেতে উঠেছিলেন সেই ছবিই আবার নতুন করে শেয়ার করে স্মরণ করছেন বৈশাখী আমেজকে। [caption id="attachment_214961" align="alignnone" width="777"]পহেলা বৈশাখ ভাইরাসের আতঙ্ক কাটিয়ে উঠার কামনা করে অতীতের বৈশাখকে স্মরণ করছেন একজন[/caption] প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে নির্দেশনা দিয়েছিলেন ঘরে বসে বৈশাখ উদযাপন করতে। গতকাল প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণের সময় ইট পাথরের গণভবনের ভেতরে বাঙালিয়ানার যে পরিবেশ তৈরি করেছিলেন তা থেকেই বুঝা যায়, বাঙালির প্রাণে একটি স্লোগান বহমান রক্তের মতো স্রোতধারায় বয়ে যায় “ মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেকে করো জয়”।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App