×

পুরনো খবর

ঘরেই হোক ইলিশ পোলাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০২:২৩ পিএম

ঘরেই হোক ইলিশ পোলাও

ইলিশ-পোলাও

করোনার কারণে এবারের বৈশাখ ঘরেই কাটাতে হচ্ছে। প্রাণ বাঁচাতে এ সময়টা ঘরের বাইরে বের হওয়া একদমই উচিত নয়। তাই ঘরেই ছোটখাটো আয়োজন করে উৎযাপন করুন বৈশাখী উৎসব। জেনে নিই ইলিশ-পোলাও রাধার রেসিপি- উপকরণ ইলিশ মাছ- ৭ টুকরা পোলাওয়ের চাল- ৩ কাপ সয়াবিন তেল- ২ টেবিল চামচ ঘি- ৪ টেবিল চামচ পেঁয়াজ- ২টি (কুচি) পেঁয়াজ বাটা- ১/৪ কাপ মরিচ বাটা- ১ চা চামচ আদা বাটা- ২ চা চামচ ধনিয়া গুঁড়া- ১ চা চামচ লবণ- স্বাদ মতো তেজপাতা- ২টি এলাচ- ৩টি গোলমরিচ- ১০টি তরল দুধ- ১ কাপ চিনি- ১ চা চামচ আস্ত কাঁচা মরিচ- কয়েকটি প্রস্তুত প্রণালি প্যানে তেল ও ঘি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন পেঁয়াজ। মরিচ বাটা, ১ চা চামচ আদা বাটা ও পেঁয়াজ বাটা একটু কষিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে দিন। পাঁচ/ছয় মিনিট নেড়ে স্বাদ মতো লবণ দিন। অল্প পানি দিয়ে কষিয়ে ইলিশ মাছের টুকরা দিন। উল্টে পাল্টে অল্প পানি দিয়ে ছয়/সাত মিনিট রান্না করুন। মাছগুল উঠিয়ে রেখে দিন। একই মসলায় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিন। এলাচ ও গোলমরিচ দিন। নেড়েচেড়ে পানিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিন। নেড়েচেড়ে ১ চা চামচ আদা বাটা ও স্বাদ মতো লবণ দিন। ৫ মিনিট ভাজুন। সাড়ে তিন কাপ গরম পানি, চিনি ও তরল দুধ দিয়ে নেড়ে নিন। আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন কম আঁচে। ১০ মিনিট পর পানি শুকিয়ে গেলে হাঁড়ি থেকে কিছু পোলাও তুলে উঠিয়ে রাখা মাছ বিছিয়ে উপরে আবার দিয়ে দিন পোলাও। একদম মৃদু আঁচে দমে রাখুন ১৫ মিনিট। পরিবেশন করুন গরম গরম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App