×

জাতীয়

খুনি মাজেদের সেই ব্যাগে কি ছিলো?

Icon

nakib

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৫:২০ পিএম

খুনি মাজেদের সেই ব্যাগে কি ছিলো?

খুনি মাজেদ।

কলকাতার পার্ক স্ট্রিটে আত্মগোপনে থাকার সময় স্ত্রী সন্তানের কথা গোপন রেখে অর্ধেকের কম বয়সী এক নারীকে বিয়ে করেন বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে তার কাছে থাকা একটি ব্যাগ নিয়ে ছিল বড় রকমের রহস্য। ব্যাগটিতে কেউ হাত দিতে পারতো না। সব সময়ই খুব নিরাপদে রাখতেন। যেন কেউ নিতে বা ছুঁতে না পারে। এক সময় স্ত্রীও আর বেশি কৌতুহল দেখাতেন না। তবে বাংলাদেশে গ্রেপ্তার হয়ে ফাঁসি কার্যকর হওয়ার পর পুলিশ মাজেদের ভাড়া বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার করে সেই ব্যাগটি। পরে সে ব্যাগের রহস্য উদঘাটন করে পুলিশ। তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে উদ্ধার করে সিম কার্ড, ভোটার আইডি কার্ড, ভারতীয় পাসপোর্ট এবং এক নারীসহ তিন শিশুর ছবি। এছাড়ও আরো কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিলো যা প্রকাশ করেনি পুলিশ। এখন প্রশ্ন উঠেছে কী ছিল সেই গুরুত্বপূর্ণ কাগজপত্র? যা কলকাতার পুলিশ প্রকাশ করেনি। তাছাড়া সেই এক নারীসহ যে তিন শিশুর ছবি উদ্ধার হয়েছে তাদের পরিচয়ই বা কি? এসব তথ্য কি জানা সম্ভব হবে? এদিকে বাংলাদেশ থেকে ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিদ দাবি তুলেছিলেন, ফাঁসি কার্যকর করার আগে মাজেদকে জিজ্ঞাসাবাদ করা হোক। আসলেই মাজেদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা তা আইনশৃঙ্খলা বাহিনীই জানে। আর জিজ্ঞাসাবাদে মাজেদ কী তথ্য দিয়েছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বঙ্গবন্ধুর আরো পাঁচ খুনি এখনও ধরা ছোঁয়ার বাইরে। তাদের সঙ্গে মাজেদের অবশ্যই যোগাযোগ ছিল। আর মাজেদের ব্যাগ থেকে উদ্ধার করা সেই ব্যাগেই বা কি ছিল? এসব প্রশ্ন জানা খুবই জরুরি বলে মনে করছেন অনেকেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App