×

খেলা

করোনা কেড়ে নিল পাকিস্তানি ক্রিকেটারের প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৪:১৮ পিএম

করোনা কেড়ে নিল পাকিস্তানি ক্রিকেটারের প্রাণ

জাফর সরফরাজ

মহামারি কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মারা গেলেন পাকিস্তানের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার জাফর সরফরাজ। পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার আখতার সরফরাজের ভাই ছিলেন তিনি। ৫০ বছরের সাবেক এই ক্রিকেটার গত তিন দিন ধরে পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

এর মাত্র ১০ মাস আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান আখতার সরফরাজ। এবার চলে গেলেন তার ভাই। ১৯৮৮ সালে পেশাদার ক্রিকেটে অভিষেক হয়েছিল জাফর সরফরাজের। পেশোয়ারের হয়ে ১৫টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছিলেন তিনি। করেছিলেন ৬১৬ রান। বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন জাফর সরফরাজ।

১৯৯৪ সালে ক্রিকেটকে বিদায় জানান জাফর। তার আগে জাতীয় দলের হয়ে ৬টি ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ৯৬ রান করেছিলেন। ক্রিকেটজীবন শেষ করে কোচিং জীবন শুরু করেন জাফর। পেশোয়ারের সিনিয়র ও অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করাতেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App