×

জাতীয়

সবজি টোকাই থেকে ভয়ংকর ডাকাত ওরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০২:০১ এএম

সবজি টোকাই থেকে ভয়ংকর ডাকাত ওরা

ছিনতাই করা সেই ট্রাক। ছবি: ভোরের কাগজ

সবজি টোকাই থেকে ভয়ংকর ডাকাত ওরা

উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র

ওষুধের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫ চক্রের আরেক হোতাকে খুঁজছে পুলিশ
রাজধানীর কারওয়ানবাজারে সবজি টোকাতে গিয়েই বন্ধুত্ব হয় ওদের। কাজের ফাঁকে টুকটাক চুরিও করতো। সেসব অপরাধে হিরো হওয়ার বাহাদুরিও ফলাতো। তারপর সময়ের ধাক্কায় তারা আলাদা হয়ে যায়। জীবিকার প্রয়োজনে ছুটতে থাকে। বয়সও বাড়তে থাকে। সিনেমার কাহিনির মতোই একদিন হঠাৎ করে সেই কারওয়ানবাজারেই আবার তাদের দেখা। ছেলেবেলার সেই স্মৃতিগুলো গল্পের ফাঁকে উঠে আসে। তারা যে ছোটবেলার ছোট-খাট চুরির অভ্যাস এখনও ছাড়তে পারেনি গল্পে গল্পে সেটাও জানা হয়ে যায়। এরপরই গল্পের মোড় নেয় অন্যদিকে। এবার তারা ছোট খাট নয় একজোট হয়ে বড় বড় কাজ করার পরিকল্পনা করে। যেমন ভাবা তেমনি শুরু করা কাজ। দল বেঁধে তারা নেমে পড়ে বড় অপরাধে। করোনা মহামারির মধ্যে যখন চারদিকে লকডাউন তখন তাদের মাথায় আসে আনকোড়া আইডিয়া। গত ১ এপ্রিল রাতে তারা মোহাম্মদপুরের কলেজ গেটে বিল্লাহ ফার্মায় ডাকাতি করে। করোনার কারণে তারা সিদ্ধান্ত নেয় ডাকাতিকালে মাস্ক পরার। ফলও ভালো পায়। এরপর ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় একই স্টাইলে তারা ডাকাতি করে তারা। কারওয়ানবাজারের সবজি টোকাই থেকে ভয়ঙ্কর ডাকাত হয়ে ওঠা এই চক্রের মূল দুই হোতার নাম সোহেল (৩৬) ও টিটু। তাদের সহযোগী সোহরাব (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫) ও রাজু (২৫)। করোনা আতঙ্কের মধ্যে ডাকাতির আতঙ্ক ছড়িয়ে দেয়া ভয়ঙ্কর এই ডাকাতদের ঘটনায় গোটা পুলিশ বাহিনী সতর্ক হয়ে যায়। এমনকি তারা ওষুদের দোকানের নিরাপত্তাও বাড়িয়ে দেয়। এরপর ডিবি পশ্চিমের উপকমিশনার গোলাম মোস্তফা রাতুলের নেতৃত্বে পুলিশি অভিযান চলে। এতে মোহাম্মদপুরের বিল্লাল ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মূল হোতা সোহেলসহ পাঁচজন গ্রেপ্তার হয়। নাগালের বাইরে থেকে যায় টিটু। এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পশ্চিমের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার শাহদাত সোমা ও মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার আনিছউদ্দিন। শাহদাত সোমা বলেন, গত ১ এপ্রিল রাত অনুমান পৌনে ১টার দিকে মোহাম্মদপুরের কলেজ গেটে বিল্লাহ ফার্মা ও ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় একই স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। তারা প্রথমে একটি পিকআপ করে মুখে মাস্ক ও গামছা পেঁচিয়ে আসে। ওষুধের ওইসব দোকানে গিয়ে চাপাতি, দা ও লোহার রডের ভয় দেখিয়ে নগদ ১৬ হাজার টাকা, মোবাইল ও ল্যাপটপ নিয়ে যায়। [caption id="attachment_214751" align="aligncenter" width="700"] উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র[/caption] এ ঘটনায় মোহাম্মদপুর ও পল্লবী থানায় পৃথক মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি গোয়েন্দা পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম ও পল্লবী জোনাল টিম ছায়া তদন্ত শুরু করে। লাজ ফার্মায় থাকা সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে জড়িতদের গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত পিক আপ, চাপাতি, দা, লোহার রড ও নগদ ৫ হাজার টাকা। গ্রেপ্তার হওয়ার পর তারা বিস্তারিত জানায় পুলিশ কর্মকর্তাদের। সবজি টোকাই থেকে এমন দুর্ধর্ষ হয়ে ওঠার গল্প প্রকাশ করে। তাদের দেয়া তথ্যমতে, কারওয়ানবাজারে সবজি ক্যারি করা ও টোকাতে গিয়েই ছোট বেলায় বন্ধুত্ব হয় তাদের। সে সময়ও টুকটাক চুরি করতো। পরে এক সময় আলাদা হলেও কয়েক বছর আগে একত্রিত হয় তারা। দলের হোতা টিটু ও সোহেল মিলে বড় কাজের পরিকল্পনা করে। এজন্য টিটু ও সোহেল দুটি দলে ভাগ হয়ে কাজ করলেও ওষুধের দোকানে ডাকাতিগুলো একসঙ্গে করে তারা।
পিকআপ ব্যবহার করলে কেউ সন্দেহ করবে না আর করোনা রোগের কারণে মাস্ক পরার সুযোগ রয়েছে বলে কেউ চিনবে না।
এমনটা ভেবে ওষুধের দোকানে ডাকাতির পরিকল্পনা করে তারা। এ জন্য মিরপুর শাহআলী এলাকা থেকে ৩ টনের একটি পিকআপ ছিনতাই করে। ওই পিকআপ ব্যবহার করেই ডাকাতি হয়। বিল্লাল ফার্মায় ডাকাতির পর মোহাম্মদপুরের বেড়িবাঁধে এক পাজারো থামিয়ে ৭ হাজার টাকা ছিনতাই করে। শনিবার (১১ এপ্রিল) রামপুরায় ভ্যানে বিক্রি করা চিংড়ি মাছ ছিনিয়ে নেয় তারা। শাহদাত সোমা ভোরের কাগজকে বলেন, সোহেল ছাড়া এ চক্রের আরেক সদস্য টিুটুকে আমরা আটকের চেষ্টা করছি। এছাড়াও এ চক্রের আরো কয়েকজনের নাম পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App