×

সারাদেশ

ডাক্তার সংকটে বাড়িতেই চলছে করোনা রোগীর চিকিৎসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৩:৪৯ পিএম

ডাক্তার সংকটে বাড়িতেই চলছে করোনা রোগীর চিকিৎসা
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া যুবকের মা, ভাইসহ একই পরিবারের আরো তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। নতুন আক্রান্ত তিনজনকে বর্তমানে তাদের নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ প্রসঙ্গে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তারদের করোনা আক্রান্ত হওয়ার আশংকা করা হচ্ছে । তাই তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এমন অবস্থায় ওই এলাকার নতুন আক্রান্তদের হাসপাতালে এনে চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না। এ কারণে স্থানীয়রা ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। আক্রান্তদের হাসপাতালে নিয়ে যথাযথ চিকিৎসা দেয়ার দাবি জানান তারা। কিশোরগঞ্জ জেলা পর্যায়ে যেখানে করোনা রোগীদের জন্য পৃথক ইউনিট রয়েছে সেখানে তাদের চিকিৎসা সেবা দেয়া সম্ভব কি-না, এমন প্রশ্নে তসলিমা নূর হোসেন জানান, জঙ্গলবাড়িতে করোনায় মৃত ব্যক্তি সেলিমের পরিবারের পাঁচজনের মধ্যে তিনজনই করোনা পজিটিভ। এ ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের কিশোরগঞ্জে চিকিৎসা দিতে গেলে ওই পরিবারের দেখাশোনার জন্যও কেউ দরকার। কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। এ জন্য তাদের বাড়িতেই রাখা হয়েছে। গত ৫ এপ্রিল করোনা ভাইরাসে যুবকের মৃত্যু নিশ্চিতের পরপরই করিমগঞ্জের দুটি ইউনিয়ন কাদিরজঙ্গল ও জাফরাবাদ লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারের ঘনিষ্ট সাত পরিবারকেও হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। দ্বিতীয় ধাপে ওই পরিবারের আরো তিন জন করোনা সনাক্তের পর সেখানে আরো কঠোরভাবে ঘরে থাকা নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। উল্লেখ্য, গতকাল রবিবার পর্যন্ত কিশোরগঞ্জে করোনা উপসর্গ থাকা ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের দেহে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া গেছে। কিশোরগঞ্জ জেলা সদরে কোথায় করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়া হবে এ নিয়েও উঠেছে বিতর্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App