×

আন্তর্জাতিক

জামাতে তারাবিও হবে না সৌদি আরবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০১:১০ পিএম

আসন্ন রমজানে সৌদি আরবের সব মসজিদে তারাবি নামাজ স্থগিত করেছে। মুসল্লিদের মসজিদে না এসে নিজ নিজ ঘরে তারাবি নামাজ পড়ার অনুরোধ করেছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।

দেশটির ধর্মমন্ত্রী ড. আব্দুল লতিফ আল শেখ জানিয়েছেন, করোনা ঠেকাতে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় স্থগিতের চেয়েও তারাবি নামাজ স্থগিত গুরুত্বপূর্ণ। কারণ এ নামাজে মানুষ সমাগম বেশি হয়। করোনা দুর্যোগ কাটিয়ে উঠার জন্য তিনি সকল নাগরিককে আল্লাহর কাছে প্রার্থনা করার অনুরোধও জানান।

সৌদি ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, করোনায় মৃতদের জানাজায় ৫-৬ জনের বেশি উপস্থিত হওয়া যাবে না। এতে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। বাড়িতেই বসে মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App