×

সারাদেশ

গরিবের ডাক্তার চাঁচকৈড়ের বিধান চন্দ্র দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০১:৩৯ পিএম

গরিবের ডাক্তার চাঁচকৈড়ের বিধান চন্দ্র দাম
গরিব এবং অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল ডাক্তার বিধান চন্দ্র দাম। দীর্ঘ প্রায় ৪০ বছর যাবৎ বিনা পারিশ্রমিকে সেবা দিয়ে আসছেন তিনি। ভোর থেকে শুরু হয় চলে একটানা রাত ১২টা পর্যন্ত। এখানেই শেষ নয় রাতদিন মানুষের সেবায় ব্রত থাকার পরও বিভিন্ন বাসা বাড়ি থেকে ফোন আসা মাত্রই ছুটে যান নিজের ঘুম আর বিশ্রামকে জলাঞ্জলি দিয়ে। এতে করে সে নিজেই কয়েক বার অসুস্থ হয়ে পরেন। যেখানে বড় বড় ডিগ্রী নেওয়া ডাক্তারদের উচ্চ মুল্যের ফি আর বাজে ব্যবহারে অতিষ্ঠ সমাজের খেটে খাওয়া মানুষ গুলো। তখন শেষ ভরসা ওই গরিবের ডাক্তার বিধান চন্দ্র দাম। বিনামূল্যে চিকিৎসাসেবা করে তিনি অসহায় ও দুস্থ রোগীদের আস্থা অর্জন করেছেন। ডা. বিধান একজন জেনারেল প্রাকটিশনার ডি.এল.টি(প্যাথ) হলেও দীর্ঘ অভিজ্ঞতা আর হাত জশ আর ভাল ব্যবহারের কারনেই ধনি-দরিদ্র সকল মানুষের কাছেই সমান জনপ্রিয়। গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারাস্থ পুরাতন বাসট্যান্ড তার নিজ বাস ভবনে রোগী দেখেন। তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকা থেকে আসা মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। সারাবছরই তিনি চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি গরিব অসহায় রোগীদের মাঝে কখনো বিনা টাকায় উষধও দিয়ে থাকেন তিনি। বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক জন রোগীর সাথে কথা হয় তারা জানান, শুধু গুরুদাসপুরই নয় আশপাশের কয়েকটি উপজেলা থেকে প্রতিদিন শতাধিক রোগী আসেন ওই গরিবের ডাক্তার খ্যাত মানুষ বিধান চন্দ্র দামের কাছে। তাদের দাবি তার কাছে গেলে যত্নসহকারে দেখেন এবং কোন প্রকার টাকা নেন না। তারা আরো জানান, জেনারেল প্র্যাকটিশনার হলেও দীর্ঘ দিনের অভিজ্ঞতা এবং হাত জসের কারনে প্রায় সকল রোগীই ভাল হয়ে যায় বিধায় আমরা এখানে প্রতিনিয়তই আসি। এ ব্যাপারে ডা.বিধান চন্দ্র দাম জানান, পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারন মানুষের সেবার ব্রত নিয়েই মূলত তিনি কাজ করেন। সারাবছর বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে ভিজিট হিসেবে যেসব ফ্রি ওষুধ স্যাম্পল পান, তা তিনি জমিয়ে গরিব ও অসহায় রোগীদের সেবা দিয়ে থাকেন। আর যে রোগী গুলো জটিল মনে হয় সাথে সাথেই স্থানীয় উপজেলা হাসপাতাল অথবা রাজশাহীতে পাঠানোর সুপারিশ করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App