×

সারাদেশ

করোনায় পাহাড়ে ঘরবন্দী বৈসাবী উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৩:২৫ পিএম

করোনায় পাহাড়ে ঘরবন্দী বৈসাবী উৎসব
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে পাহাড়ে প্রধান ও সামাজিক উৎসব বৈসাবী উৎসবের কোনো আনুষ্ঠানিকতা নেই। তার পরও প্রতিটি ঘরে ঘরে ঐতিহ্যবাহী পাজন রান্না করে উৎসব পালন করছে পাহাড়ের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষেরা। এই দিনটিকে ঘিরে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের মাঝে যে মেইল বন্ধন থাকতো তা আজ চোখে পড়ছে না। কেউ কারো বাড়ীতে না গিয়ে নিজেরা ঘরে বসেই বৈসাবীর মুল বিজু পালন করছে। পাহাড়ের সকল সম্প্রদায়ের যে মেইল বন্ধন ছিলো তা খুবই মিস করছে বলে জানিয়ে কয়েকজন উপজাতীয় সম্প্রদায়ের নেতা বলেন, এই দিনটিকে ঘিরে পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে থাকতো উৎসবের আমজে। শহরে বেশ কয়েকটি বড়ো বড়ো অনুষ্ঠানের আয়োজন থাকতো কিন্তু কোথাও কোন আনুষ্ঠানিকতা আজ নেই। এই অবস্থায় পাহাড়ের মানুষের মাঝে করোনা আতংকে কোন আনন্দ নেই। কেউ কেউ বলছে এই বছর যদি আমরা করোনা থেকে মুক্তি পেতে পারি তাহলে আগামী বছর আবারো আমরা বিজু উৎদযাপন করতে পারবো। এদিকে গতকাল উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা বন থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করে সেই ফুল দিয়ে ঘর সাজায় ও মা গঙ্গার উদ্দেশ্যে নদীতে ফুল ভাসায়। কিন্তু এবার মহামারী করোনা ভাইরাসের কারণে কোথাও কোন আনুষ্ঠানিকতা ছাড়ায় ফুল বিজু পালিত হয়। সরকারের নির্দেশনা ও পাহাড়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের অনুরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে সকলে এই বিজু পালন থেকে বিরত রয়েছে। তার পরও প্রতিটি বাড়ীতে বাড়ীতে বৈসাবী উৎসব ঘরোয়া পরিবেশে পালন করছে বলে জানিয়েছেন পাহাড়ের অনেকেই। পাহাড়ের উৎসবের এই দিনটি ঘিরে পাহাড়ের আনন্দ উৎসবে মেতে থাকে পাহাড়ের মানুষ। কিন্তু এবছর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে রাঙ্গামাটির কোথাও বৈসাবী উৎসব পালিত হচ্ছে না। বেঁচে থাকলে আগামী বছর এই বিজু উৎসব আনন্দ ঘন পরিবেশে পালন করা হবে বলে জানিয়েছেন পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষ। বৈসাবী উৎসব পাহাড়ের মানুষের প্রধান ও সামাজিক উৎসব এই উৎসব পালন করতে না পারায় পাহাড়ের অনেকের মন খারাপ। তার পরও নিজেদের বাঁচিয়ে রাখতে সরকারের নির্দেশনা মেনে বৈসাবী উৎসব থেকে বিরত রয়েছেন পাহাড়ের মানুষ। পাহাড়ের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসবে কোন ধরনের আনুষ্ঠানিক কথা না করে সাধারণ মানুষকে ঘরে থেকে নিরাপদে থাকার আহবান জানিয়েছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব আজ আক্রান্ত। বিশ্বের বড়ো বড়ো দেশ গুলো করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে সেখানে আমাদের দেশ নেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে সাধারণ ছুটি সহ কর্মহীন মানুষের বাড়ী বাড়ী খাবার পৌছে দিচ্ছে। এছাড়া পহেলা বৈশাখ পালন না করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। সেই সবুাধে পাহাড়ের প্রতিটি সম্প্রদায়কে তাদের প্রধান সামাজিক উৎসব বৈসাবী থেকে বিরত থাকে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে আহবান জানিয়েছেন। আমরাও প্রধানমন্ত্রীর কথায় পাহাড়ের মানুষদেরকে এই অনুরোধ জানিয়েছি পাহাড়ের মানুষ আমাদের অনুরোধ রেখেছে। আগামী বছর আমরা করোনা মুক্ত একটি নতুন বছর পালন করবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৈশ্বিক এই মহামারী থেকে বিশ্ব সুস্থ হয়ে আগামী বছর বৈসাবী উৎসব আরো আনন্দ ঘন উৎসব পালন করতে পারে তার জন্য সকলেই যার যার অবস্থান থেকে সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা জানাচ্ছেন পাহাড়ের সকল সম্প্রদায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App