×

স্বাস্থ্য

করোনায় আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১৮২

Icon

nakib

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০২:৪০ পিএম

বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছেেএবং আক্রান্ত হয়েছেন ১৮২ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। নতুন করে মোট ১৫৭০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল।  বর্তমানে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। নতুন করে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। ফলে মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪২জন। সোমবার (১২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্যবিষয়ক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। নিজের বাসা থেকে এতে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ১৫৭০ নমুনার মধ্যে আইইডিসিআর-এর নিজস্ব ল্যাবে পরীক্ষা হয়েছে ৩৬২ জনের নমুনা আর অন্যান্য ল্যাবে পরীক্ষা করা হয়েছিল ১২০৮ জনের নমুনা। সব নিয়ে দেশে মোট ১১ হাজার ২২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে মোট আক্রান্তের মধ্যে পুরুষ রোগীদের হার ৬৯.৯ শতাংশ। অন্যদিকে আক্রান্ত নারীদের হার ৩০.১ শতাংশ। তবে বিশ্বের অন্যান্য দেশে আক্রান্তদের অধিকাংশ বয়স্ক মানুষ হলেও আমাদের দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ৩১ থেকে ৪০ বছর বয়সের মানুষরা।উল্লেখ্য, বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুহার ৫.৫ শতাংশ।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App