×

সারাদেশ

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির ফাঁকা গুলিবর্ষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৩:২৯ পিএম

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির ফাঁকা গুলিবর্ষণ

ছবি: প্রতিনিধি

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে বিজিবি ফাঁকা গুলি বর্ষণ করেছে। রবিবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় তুমব্রু সীমান্তের ৩২ ও ৩৩ নম্বর পিলারের কাছে একটি রোহিঙ্গা দল সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এছাড়া পুরো সীমান্ত জুড়ে বিজিবি টহল ও নিরাপত্তা বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানিয়েছেন, গত কয়েক দিন থেকে বেশকিছু রোহিঙ্গা বান্দরবানের ঘুমধুম ও কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। রবিবার ভোরে এরকম একটি রোহিঙ্গা দলকে ছত্রভঙ্গ করতে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, করোনা ভাইরাসের আতঙ্কে এ সময় বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তবে বিজিবি,র কর্মকর্তারা মনে করছেন সম্প্রতি মায়ানমার বিভিন্ন সময়ে আটক দেড় শতাধিক রোহিঙ্গাকে কারাগার থেকে মুক্তি দেয়ায় তারা হয়তো বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App