×

জাতীয়

বিমান বাহিনীর হেলিকপ্টর জরুরি আবতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৩:৫৮ পিএম

বিমান বাহিনীর হেলিকপ্টর জরুরি আবতরণ

ফাইল ছবি

পাইলটের দক্ষতায় বিমান বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল-২১২ হেরিকপ্টার জরুরি আবতরণ করা হয়েছে। সেই সাথে অল্পের জন্য বেঁচে যায় হেলিকপ্টর ও পাইলট, ক্রু মেম্বাররা। রোববার (১২ এপ্রিল) দুপরে এ ঘটনা ঘটে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সহকারি পরিচালক মো. নূর ইসলামের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি রশদ সরবরাহ মিশন সম্পন্নকালে রাঙ্গামাটি জেলার কাপ্তাই হতে বলিপাড়ায় যাওয়ার পথে রাজেস্থালী ক্যাম্পের বলিপাড়া হেলিক্যাড হতে ২০০ গজ অদুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল-২১২ হেরিকপ্টার আজ (১২ এপ্রিল) দুপরে বিমানটি জরুরি অবতরণ করে । পাইলটদের দক্ষতায় জনাকীর্ণ এলাকায় পরিহার করে জনসাধারণের কোন ক্ষয়ক্ষতি ছাড়াই হেলিকপ্টরটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়। হেলিকপ্টারের ২জন পাইলট স্কোয়াড্রন লীডার আদনান এবং ফ্লাইট লেফটেন্যান্ট শাহেদসহ সকল ক্রু অক্ষত ও নিরাপদে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App