বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদকে শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে কার্যকর করা হয়েছে। বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় ঝাড়ু ও জুতার মালা নিয়ে কেরানীগঞ্জ কারাগারের বাইরে সাধারণ জনগণের স্লোগান দিতে দেখা গেছে। অন্যদিকে মাজেদের লাশ দাফন নিয়ে ঝামেলা পড়েছে মাজেদের পরিবার।
লাশ দাফনে স্থানীয়দের কঠোর আপত্তি থাকায় ভোলার প্রশাসন কোন প্রকার ঝুঁকি নিতে রাজি হয়নি তাই সিদ্ধান্ত গ্রহণে দেরি হলো। তাই মাজেদের লাশ শশুরবাড়ী নারায়নগন্জের সোনারগায়ে দাফন করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।