×

চিত্র বিচিত্র

মিরজাদীর শাড়ি নিয়ে যা বললেন সেফুদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০১:৫৭ পিএম

মিরজাদীর শাড়ি নিয়ে যা বললেন সেফুদা

সেফাত উল্লাহ সেফুদা ও মিরজাদী সেব্রিনা ফ্লোরা

চীন থেকে শুরু হয়ে বিশ্বের উন্নত দেশগুলো ঘুরে করোনাভাইরাস হানা দিয়েছে বাংলাদেশে। সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরী প্রয়োজনে ব্যাংক, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও চিকিৎসা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ছাড়া সবাই করছেন ঘরে অবস্থান। গণমাধ্যমের সামনে আসছেন না রাজনৈতিক নেতারা। এমন সময় গত কয়েকদিন সবচেয়ে বেশি গণমাধ্যমের সামনে এসে দেশে আলোচনায় এসেছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা। করোনা বিষয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করছেন তিনি। একদিকে দেশের এই ক্রান্তিলগ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রশংসিত হচ্ছেন তিনি। অপর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলছে বিভিন্ন সমালোচনা। গত কয়েকদিন ধরে টানা সংবাদ সম্মেলন করছেন সেব্রিনা ফ্লোরা। তবে প্রতিটি সংবাদ সম্মেলনের জন্য আলাদা আলাদা একটি করে শাড়ি পড়ে আসেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রতিটি সংবাদ সম্মেলনের একটি করে ছবি সংগ্রহ করে প্রায় ২১টি ছবি একত্র করে তার ওপর লিখে দেয়া হয়েছে “২১টি ব্রিফিং, ২১টি শাড়ি”। ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। অনেকেই সমালোচনা করেন আবার অনেকেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়ে তার পক্ষে কথা বলেন। তবে এসব বিষয় নিয়ে দেশের গুরুত্বপূর্ণ পর্যায়ের কোনো ব্যক্তি বা কোনো বুদ্ধিজীবীকে কথা বলতে দেখা যায়নি। যার বিরুদ্ধে অভিযোগ তাকেও এসব বিষয় নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি। শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ও বিতর্ক হয়েছে বিষয়টি নিয়ে। তবে বিষয়টিকে দেশের এমন ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ কথার পরিবর্তে ভিত্তিহীন ইস্যু হিসেবেই দেখছেন অনেকে। এবার মিরজাদীর শাড়ি নিয়ে কথা বললেন সামাজিক যোগাযোগমাধ্যমে আরেক আলোচিত ও বিতর্কিত ব্যক্তি প্রবাসী সেফাত উল্লাহ ওরফে সেফুদা। সম্প্রতি ফ্লোরাকে নিয়ে করা সেফুদার মন্তব্যসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে ফ্লোরার প্রশংসা করে সেফুদা বলেন, “ড. ফ্লোরা অনেক পরিশ্রম করছেন। তিনি প্রচুর লেখাপড়া করেছেন এবং একটা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পালন করছেন। আমার মনে হয় ২৪ ঘন্টার মধ্যে তিনি ১৮ ঘন্টা কাজ করছেন। যারা ফ্লোরার শাড়ি নিয়ে সমালোচনা করছেন তাদের উদ্দেশ্য করে সেফুদা বলেন, শাড়ি পড়লে সমস্যা কী? তিনি সুন্দর পরিবেশে আসেন। এটা একটা রুচির ব্যাপার। পরিস্কার হয়ে থাকা ভালো। সংবাদ সম্মেলনে আসলে সমস্ত পৃথিবী দেখে। সেখানে নোংরা হয়ে কেন আসবেন। তিনি খুব স্মার্ট একজন মহিলা। আপনারা সমালোচনা ছেড়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী তো তাকে কোথাও কিছু বলেনি। আপনারা কেন সমালোচনা করছেন। সমালোচনা ছেড়ে দেন। উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে ভাইরাল ও সমালোচিত হন সেফুদা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিভন্ন ব্যক্তিকে হেয় করে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা হয়। ইসলাম অবমাননার কারণে অস্ট্রিয়ার আদালতেও তার বিরুদ্ধে মামলা করেন প্রবাসী বাঙালিরা। সে সময় থেকে দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়নি তাকে। তবে দীর্ঘদিন পর আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে এসেছেন সেফুদা। তবে ফিরে আসলেও আগের মতো কুরুচিপূর্ণ মন্তব্য করেন না তিনি। নিজেকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন নিজেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App