×

আন্তর্জাতিক

করোনার দিনে জন্ম তাই নাম হলো লকডাউন!

Icon

nakib

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১১:৪০ এএম

করোনার দিনে জন্ম তাই নাম হলো লকডাউন!

লকডাউন

কেন ছেলের এমন নাম রাখলেন জানতে চাইলে রঘুনাথ বলেন, এই ২১ দিনের লকডাউনে মানুষের উদ্বেগ, বাঁচার লড়াইকে সম্মান জানাতে চান তিনি ও তার স্ত্রী। করোনা ভাইরাসের আতঙ্কে ভারতজুড়ে চলছে লকডাউন। লকডাউনের সময়সীমা আরো বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে বিশে^র সঙ্গে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে ভারতের মানুষ। আর এই লড়াই স্মরণীয় করে রাখতে এক দম্পতি তাদের সদ্যোজাত ছেলের নাম রাখলেন ‘লকডাউন’। ভারতের মধ্যপ্রদেশের শেয়োপুর জেলায় ঘটনাটি ঘটেছে বলে জানায় আনন্দবাজার। শেয়োপুর জেলার বাছেরি গ্রামের বাসিন্দা রঘুনাথ মালি ও তার স্ত্রী মঞ্জু। রঘুনাথ পেশায় কৃষক। গত সপ্তাহের সোমবার স্থানীয় এক বেসরকারি হাসপাতালে তাদের পুত্রসন্তান জন্ম নেয়। হাসপাতালে নাম নথিভুক্ত করার সময় জানতে চাওয়া হলে রঘুনাথ বলেন, ছেলের নাম রাখবেন, লকডাউন! কেন ছেলের এমন নাম রাখলেন জানতে চাইলে রঘুনাথ বলেন, এই ২১ দিনের লকডাউনে মানুষের উদ্বেগ, বাঁচার লড়াইকে সম্মান জানাতে চান তারা। আর এই অভূতপূর্ব পরিস্থিতি স্মরণীয় করে রাখতেই তারা ছেলের এমন নাম রেখেছেন। স্ত্রীর সঙ্গে আলোচনা করে ছেলের এই নাম তিনি স্থির করেছেন বলেও জানান রঘুনাথ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App