×

পুরনো খবর

এবার বরিশাল-খুলনা বিভাগের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৩:০৬ পিএম

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আবারও ভিডিও কনফারেন্স আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন তিনি। ওই সব জেলার করোনা মোকাবিলার প্রস্তুতি ও করনীয় নিয়ে কথা বলতে পারেন। সেই সাথে করোনা রোগীর সার্বিক অবস্থা জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী।

রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকার বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এরআগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী। রোববারের ভিডিও কনফারেন্সে শুরুতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এরপর জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্ব স্ব জেলার অবস্থান জানবেন। ভিডিও কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কয়েকটি বেসরকারি টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App