পরিবারের আরো কিছু সদস্যদের সাক্ষাৎ চান মাজেদ

আগের সংবাদ

স্টক এক্সচেঞ্জের সব কার্যক্রম ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ

পরের সংবাদ

কোয়ারেন্টাইনে ম্যাক্সওয়েলের প্রেমিকার রহস্য ফাঁস

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২০ , ১২:২২ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১১, ২০২০ , ১২:৪৩ অপরাহ্ণ
গ্লেন ম্যাক্সওয়েল-ভিনি রামন

কোয়ারেন্টাইনে থেকে বিয়ের গোপন তথ্য প্রকাশ করলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের ভারতীয় প্রেমিকা ভিনি রামন। শুক্রবার ইন্সটাগ্রামে নিজেদের তোলা ছবি পোস্ট করেন রামন। যে ছবিটি তুরেছিলেন কোয়ারেন্টাইনে যাওয়ার আগে।

ছবি আপ করে তার সাথে ক্যাপশন জুড়ে দেন “ প্রি-আইসোলেশন এটা দেখতে দিল না যে, এই সম্পর্কের জন্য আমি কী অবদান রেখেছি”। পোস্টটিতে ফ্যানদের অনেক প্রশ্নের উত্তর দেন ভিনি।

এর আগে ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার ম্যাক্সওয়েল ভিনি রামনের সঙ্গে তার এনগেজমেন্টের কথা ঘোষণা করেন। সঙ্গে ছবিও পোস্ট করেন। ফেব্রুয়ারিতেই ম্যাক্সওয়েল একটি আংটির ইমোজি দিয়ে রামনের সঙ্গে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। যেখানে তিনি তাদের এনগেজমেন্টের কথা ঘোষণা করেন। এর পর রামন একটি ছবি পোস্ট করে লেখেন,‘‘গত সপ্তাহে আমার প্রিয় মানুষটি আমাকে বিয়ের প্রস্তাব দেয় #ইয়েস।”

গত বছর অক্টোবরে মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন ম্যাক্সওয়েল। তখন ভিনি রামনই তাকে এই বিষয়ে পরামর্শ নেওয়ার উপদেশ দিয়েছিলেন। যার জন্য তাকেই কৃতিত্ব দিয়েছেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েল বলেন, ‘‘আসলে আমার পার্টনারই আমাকে উপদেশ দিয়েছিল কারও সঙ্গে কথা বলতে, ওই প্রথম যে বিষয়টি লক্ষ্য করে, আর সে কারণেই আমি ওকে ধন্যবাদ দিতে চাই। আমি যখন প্রাথমিক স্তরে কথা বলতে শুরু করেছিলাম তখন আমার কাঁধে অনেক বড় চাপ ছিল।”

https://www.instagram.com/p/B-zJMZjpXGv/?utm_source=ig_embed

এমআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়