×

খেলা

সমালোচনার মুখে রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০৫:২০ পিএম

করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীর মতো পর্তুগালেও চলছে লকডাউন। সাধারণ মানুষদের বলে দেয়া হয়েছে অপ্রয়োজনীয় কারণ ছাড়া ঘর থেকে না বের হতে। তবে সুপারস্টার রোনালদো এই নির্দেশ অমান্য করেছেন। তিনি মাদেরার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন বলে জানা গেছে। আর এরপর থেকেই সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এমনকি পর্তুগালের সরকারের পক্ষ থেকেও তার বিরুদ্ধে সমালোচনা করার খবর পাওয়া গেছে। পর্তুগিজ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রোনালদোকে কেউ আলাদাভাবে ঘরের বাইরে গিয়ে অনুশীলন করার জন্য অনুমতি দেয়নি। ফলে অন্য সাধারণ মানুষের মতো তারও এই মহা বিপর্যয়ের সময় ঘরে থাকাটাই উচিত। ইতালিতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করলে নিজ দেশ পর্তুগালে ফিরে আসেন রোনালদো। এরপর থেকে পর্তুগালেই রয়েছেন তিনি। এরমধ্যে আবার তার জুভেন্টাস সতীর্থ খেলোয়াড় ড্যানিয়েল রুগানি করোনা আক্রান্ত হলে রোনালদোকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়। সেই হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন তিনি। তাই নিজেকে ফিট রাখার জন্যই বাড়িতে বসে জিম চালিয়ে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App