×

আন্তর্জাতিক

যে শহরে করোনা আক্রান্ত যেকোন দেশের চেয়ে বেশি

Icon

nakib

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০১:৪৭ পিএম

যে শহরে করোনা আক্রান্ত যেকোন দেশের চেয়ে বেশি

লকডাউন

করোনা ভাইরাসে চীন-ইউরোপের চেয়ে বেশি বিপর্যস্ত অবস্থা যুক্তরাষ্ট্রের। বিশ্বের যে কোন দেশের চেয়ে বেশি করোন আক্রান্ত রোগীর সংখ্যা খোদ নিউইয়র্কে। বৃহস্পতিবার (৯মার্চ) শহরটিতে নতুন করে ১০ হাজার মানুষ আক্রান্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৩৭জন। শহরটিকে মৃত্যু হয়েছে ৭ হাজার রোগীর।

অন্যদিকে স্পেনের মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার এবং ইতালিতে এ সংখ্যা ১ লাখ ৪৩ হাজার। আর ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮২ হাজার। তবে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৬২ হাজার এবং মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫০০ জনের।

নিউইয়র্কে মৃতদের গণকবর দেয়া হচ্ছে বলেও সংবাদ পাওয়া যাচ্ছে। ড্রোন থেকে নেয়া কিছু ছবিতে এমন চিত্রই ফুটে ওঠেছে। এরআগে দেশটিতে করোনায় প্রায় ২২ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সকর্ত করা হয়েছিল হোয়াইট হাউস থেকে। দেশটির ৪২ রাজ্যে এখন জরুরি অবস্থা চললেও কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App