×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৩ সপ্তাহে বেকার ১ কোটি ৬৮ লাখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০৩:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রে ৩ সপ্তাহে বেকার ১ কোটি ৬৮ লাখ

ছবি: ইন্টারনেট

করোনায় আর্থিক মন্দায় যুক্তরাষ্ট্র। দেশটিতে এক সপ্তাহেই চাকরি হারিয়েছেন ৬৬ লাখ মানুষ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সেদেশের শ্রম মন্ত্রণালয় জানায়, ৪ এপ্রিল পর্যন্ত ৬৬ লাখ মানুষ বেকারত্ব বিমার টাকার জন্য আবেদন করেছে।

এর আগের দু'সপ্তাহে এক কোটি দুই লাখ মার্কিনি বেকারত্ব বিমার আবেদন করেছিল। অর্থাৎ গত ৩ সপ্তাহেই এক কোটি ৬৮ লাখ মানুষ চাকরি হারিয়েছেন।

চীন, ইউরোপ হয়ে এখন যুক্তরাষ্ট্রই করোনা হটস্পট। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা চার লাখ ৬৮ হাজার ৮৯৫ জন। মৃত্যু সংখ্যা ১৬ হাজার ৬৯৭ জন। যা ৯/১১-র সন্ত্রাসবাদী হামলায় নিহতের চেয়ে দ্বিগুণ।

এই পরিস্থিতিতে দেশে আরও কঠোর অবস্থা জারি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু তারপরও ঠেকানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। উল্টো বেকারত্বে পড়ছে মানুষ।

পরিস্থিতি সামলাতে ২০০ কোটি ডলারের ত্রাণ প্রকল্প ঘোষণা করা হয়। অর্থনীতিবিদরা আশঙ্কা, যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার আরও বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App