×

আন্তর্জাতিক

ভারতে ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১২:০১ পিএম

ভারতে ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ভারতে ২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৯১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৯ জনে। মোট আক্রান্ত ৫ হাজার ৮৬৫ জন। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৪৭৮ জন। শুক্রবার এক খবরে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউজ১৮। হঠাৎ ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী দু সপ্তাহকে খুবই গুরুত্বের সাথে দেখছেন দেশটির নেতারা। লকডাউন মানতে এবং ভিড় এড়াতে সচেতন থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। ' লকডাউনে দিনমজুরের আয়ে সমস্যা হচ্ছে চিন্তা করে পরিস্থিতি সামাল দিতে জরুরি পরিসেবায় ট্যাক্সির ক্ষেত্রে ছাড় দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সামাজিক দূরত্ব বজায় রেখে উত্তরবঙ্গের চা বাগানগুলো খোলা রাখার নির্দেশ দেয় হয়েছে। করোনা পরিস্থিতি জানতে অ্যাপস সেবা চালু করবে বলে জানিয়েছে উত্তরবঙ্গ রাজ্য সরকার। কোন জায়গায় সংক্রমণ বেশি তা সন্ধানে অ্যাপের মাধ্যমে সরাসরি তথ্য পৌঁছাবে। লকডাউনের মেয়াদও বাড়তে পারে বলে মনে করছেন ভারতের বিশেষজ্ঞরা। তবে লকডাউনেও স্বাভাবিক জনজীবন সচল রাখতে উদ্যোগী নিচ্ছে প্রশাসন। জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছে উত্তরবঙ্গ প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App