×

সারাদেশ

গাজীপুরে মালগাড়ি লাইনচ্যুত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০৬:৪৬ পিএম

গাজীপুরে মালগাড়ি লাইনচ্যুত

মালগাড়ি লাইনচ্যুত

ঢাকার অদূরে গাজীপুরে মালবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হওয়ায় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এছাড়াও জেলা শহরের কেন্দ্রস্থল জয়দেবপুরের ভাওয়াল রাজবাড়ি সড়কের রেলক্রসিংও আটকে গেছে। ফলে গুরুত্বপূর্ণ ওই পথে কোনও যানবাহনও চলাচল করতে পারছে না। শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার শাহজাহান জানান, রংপুরের সেতাবগঞ্জ থেকে চাল নিয়ে মালগাড়িটি ঢাকা যাচ্ছিলো। ট্রেনটি জয়দেবপুর জংশন স্টেশনের আউটার সিগন্যাল পার হয়ে প্রধান লাইন (২ নম্বর) দিয়ে স্টেশনে প্রবেশ করছিল।

এ সময় গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি সড়কের ক্রসিং পয়েন্টে গাড়িটির ইঞ্জিনের পর থেকে দ্বিতীয় ও অষ্টম বগির (ওয়াগন) চাকা লাইনচ্যুত হয়। এতে রাজধানীর সঙ্গে রংপুর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, ময়মনসিংহ ও জামালপুরসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি জানান, ঢাকার কমলাপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারের কাজ চালায়, পরে ট্রেনটি পুনরার গন্তব্যে ছেড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App