×

পুরনো খবর

স্পেনকে পেছনে ফেলে দ্বিতীয়তে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৪:২২ পিএম

স্পেনকে পেছনে ফেলে এবার তালিকার দ্বিতীয় অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। গত দুই দিনেই দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ২ হাজার। যার ফলে ২৪ ঘন্টর ব্যবধানেই দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয়তে স্পেন এবং স্পেনের জায়গায় এখন যুক্তরাষ্ট্র। দ্রুত মৃতের সংখ্যা বাড়ায় সারা বিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল হলেও নিয়ন্ত্রণে এসেছে চীনে। দেশটির ঘোষণায় মারাগেছে ৩ হাজার ৩৩৫ জন। এদিকে সংখ্যায় এগিয়ে আছে ইতালি। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৬৯ জন। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা মোট ১৪ হাজার ৭৯৭ জন। গত দু দিন আগেও তালিকায় দ্বিতীয়তে ছিল স্পেন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৯২। পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যে ইতালিকে ছাড়িয়ে যেতে পারেও বলে মনে করছেন অনেকেই।

আমেরিকার মধ্যে করোনা থাবায় সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের। শুধুমাত্র সেখানেই সংক্রমণে মৃত্যু হয়েছে ছয় হাজার মানুষের। আক্রান্ত এক লক্ষ ৩৮ হাজারের কাছাকাছি। নিউজার্সিতে সংক্রমণে মৃত্যু হয়েছে এক হাজার পাঁচশ জনের।

মার্কিন যুক্তরাষ্ট্রে ৪,৩৫,১২৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা গেছে। যার মধ্যে ২২,৮৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করেনা আক্রান্তের নিরিখে এখন বিশ্বে শীর্ষে রয়েছে আমেরিকা। এমনকি আমেরিকার ধারের কাছেও কেউ নেই।

এদিকে, করোনার প্রকোপে আমেরিকা বাদে বাকি বিশ্বও জর্জরিত। এরই মধ্যে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৫ লক্ষের গণ্ডি। আমেরিকা ছাড়াও জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনে আক্রান্ত লক্ষাধিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App