×

আন্তর্জাতিক

এবার উত্তর কোরিয়ায় ৫ শতাধিক কোয়ারেন্টাইনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০২:২৪ পিএম

এবার উত্তর কোরিয়ায় ৫ শতাধিক কোয়ারেন্টাইনে

কিম জং উন

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করলেও উত্তর কোরিয়ায় করোনা রোগী নেই বলে শুরু থেকে দাবি করে আসছিল দেশটি। করোনাভাইরারাসের উৎপত্তিস্থল চীন থেকে বিশ্বব্যাপী ভাইরাসটি ছড়িয়ে পড়লেও পার্শ্ববর্তী দেশ উত্তর কোরিয়া এখনো করোনাভাইরাস থেকে মুক্ত এটা যেমন অবাক করে দিয়েছে বিশ্বকে, তেমনি সন্দেহও কম নয়। যদিওবা ইতোপূর্বে করোনা ধরা পরা রোগীকে গুলি করে হত্যার খবর প্রকাশে আলোচনায় এসেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। জানা গেছে, উত্তর কোরিয়ায় ৭ শতাধিক মানুষকে করোনার পরীক্ষা করা হয়েছে। অপরদিকে, দেশটিতে পাঁচ শতাধিক মানুষ কোয়ারেন্টাইনে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে সিএনএনকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২ এপ্রিল থেকে এসব মানুষ কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানানো হয়েছে। গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। উত্তর কোরিয়ার দাবি, দেশটির দাবি চীনের সঙ্গে সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থগিত এবং প্রথম থেকেই ৩০ দিনের কোয়ারেন্টাইনের কারণেই তাদের দেশ করোনামুক্ত রয়েছে। তবে অনেক বিশেষজ্ঞ বলছেন এটা অসম্ভব। কারণ চীন থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়লেও একেবারে সীমান্তে অবস্থিত উত্তর কোরিয়ায় কেউই এই ভাইরাসে আক্রান্ত হয়নি এমন দাবি মানা যায় না। বিশেষজ্ঞদের দাবি উত্তর কোরিয়া হয়তো সত্য ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। এর আগে বেশ কিছু গণমাধ্যমের খবরে এসেছে যে, উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে সাবেক সিআইএ বিশেষজ্ঞ জুং এইচ পাক বলেন, উত্তর কোরিয়ায় একজনও করোনায় আক্রান্ত হয়নি এটা অসম্ভব। চীন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে উত্তর কোরিয়ার। চীন এবং দক্ষিণ কোরিয়ায় করোনার চিত্র সবারই জানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিযুক্ত উত্তর কোরিয়ার প্রতিনিধি ড. এডউইন সালভাদোর জানিয়েছেন, গত ২ এপ্রিল ৭০৯ জনকে পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১১ জন বিদেশি নাগরিক এবং ৬৯৮ জন উত্তর কোরিয়ার নাগরিক। তাদের কারো শরীরেই করোনার উপস্থিতি ধরা পড়েনি। অপরদিকে, ৫০৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে দু'জন বিদেশি নাগরিক এবং ৫০৭ জন উত্তর কোরিয়ার নাগরিক। এখন পর্যন্ত ২৪ হাজার ৮৪২ জনকে কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩৮০ জন বিদেশি নাগরিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App