×

খেলা

বিশ্বজয়ী টাইগারদের মাহাত্ম্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৯:৩৯ পিএম

বিশ্বজয়ী টাইগারদের মাহাত্ম্য

করোনা ভাইরাসের কারণে থমকে গেছে স্বাভাবিক কার্যক্রম। জনজীবনে নেমে এসেছে অস্থিরতা। এই ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিন এনে দিন খাওয়া মানুষগুলো। কারণ বিশ্বের প্রায় সবদেশেই প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। খেটে খাওয়া এই মানুষগুলো কাজ করতে না পারায় এখন তাদের অর্থনৈতিক সমস্যাও দেখা দিয়েছে। আর এই মানুষগুলোকে সহায়তা করার জন্য এগিয়ে এসেছেন অনেকে।

এবার তাদের দলে যোগ দিলেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। তারা সিদ্ধান্ত নিয়েছেন ছোটখাটো একটি ফান্ড গঠন করবেন। ব্যাপারটি জানিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। তিনি জানিয়েছেন বিশ্বকাপ দলে থাকা ১৬ ক্রিকেটার ও কর্মকর্তারা সবাই এই ফান্ডে সহায়তা প্রদান করবেন।

করোনায় ক্ষতিগ্রস্ত এই মানুষদের সহায়তায় সবার আগে এগিয়ে আসেন জাতীয় দলের ২৭ ক্রিকেটার। তারা সবাই মিলে তাদের অর্ধেক বেতন দান করে দেন। সব মিলিয়ে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩১ লাখ টাকা। এরপর এগিয়ে আসেন নারী ক্রিকেটাররা। আর এবার সেই দলে সংযোজন হলো বাংলাদেশকে প্রথম বিশ্বকাপের স্বাদ এনে দেয়া যুবা ক্রিকেটাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App