×

জাতীয়

জীবানুনাশক স্প্রে করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০২:৪৯ পিএম

জীবানুনাশক স্প্রে করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন

ফাইল ছবি

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে রাজধানীতে জীবাণুনাশক স্প্রে করছে বিএনপিপন্থী কৃষিবিদরা। বুধবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে ভোরের কাগজকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস ও ডেংগু প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে কৃষিবিদরা বিভিন্ন অলিগলিতে জীবাণু নাশক স্প্রে করছেন। দায়িত্ব প্রাপ্ত এই কৃষিবিদগণ সার্বিক বিষয় তদারকি করছেন। প্রফেসর ড. আবদুল করিম ও কৃষিবিদ শফিউল আলম দিদার। স্প্রে করার স্থান: * ৮-৯ এপ্রিল ২০২০, ৭ তলা বস্তি, মহাখালী। দায়িত্ব প্রাপ্ত, কৃষিবিদ সানোয়ার আলম, 01673712265 * ১০-১১ এপ্রিল ২০২০ বিহারি ক্যাম্প, মিরপুর। দায়িত্ব প্রাপ্ত, কৃষিবিদ শফিউল আলম দিদার, 01711114624 * ১২-১৩ এপ্রিল ২০২০, কাফরুল বস্তী, ঢাকা। দায়িত্ব প্রাপ্ত, কৃষিবিদ শফিউল আলম দিদার,01711114624 * ১৪-১৫ এপ্রিল ২০২০, মোহাম্মদপুর বস্তি, দায়িত্ব প্রাপ্ত:,কৃষিবিদ একরামুল হক। 01711155212 * ১৬-১৭ এপ্রিল ২০২০, কড়াইল বস্তি, মহাখালী। দায়িত্ব প্রাপ্ত, ডা. মো রেজাউল করিম মিয়া 01847432811।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App