×

আন্তর্জাতিক

করোনাকে হালকাভাবে নেয়ার সময় আসেনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৫:০৭ পিএম

করোনাকে হালকাভাবে নেয়ার সময় আসেনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসকে হালকা করে নেয়ার সময় আসেনি। কঠোর পদক্ষেপ থেকে সরে আসলে বিপদ হতে পারে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র এ কথা বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, লকডাউন কিংবা কোয়ারেন্টিনের সিদ্ধান্তগুলো করোনা থেকে সাময়িকভাবে বাঁচার জন্য নেয়া হয়েছে। এই সময়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে এবং এটা প্রতিরোধের চেষ্টা করতে হবে। এছাড়া করোনা ঠেকানোর আর কোনো উপায় নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিনা লুদ্যমেয়ার বলেছেন, করোনাকে হালকা করে নেয়ার মানে হলো সুস্থ হওয়ার আগেই বিছানা থেকে উঠে যাওয়া। কেউ যদি এ কাজ করে তবে সে নিজেই নিজের বিপদ ডাকবে। সেক্ষেত্রে জটিলতা আরও বাড়তে পারবে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে চলতে হবে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে দেড় লাখের বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App