×

সারাদেশ

এক বুক নিয়ে জন্ম নেয়া সেই কন্যা যুগল মারা গেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১২:৩৪ পিএম

এক বুক নিয়ে জন্ম নেয়া সেই কন্যা যুগল মারা গেছে

ছবি: প্রতিনিধি

যশোরের চৌগাছায় এক বুক নিয়ে জন্ম নেয়া সেই কন্যা যুগল মারা গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শিশু দুটির নানাবাড়ি উপজেলার মসিয়ূর নগর গ্রামে তাদের মৃত্যু হয়।

গত ৩ এপ্রিল যশোর শহরের অসীম ডায়গনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় বুক জোড়া লাগা এই কন্যা যুগল। জমজ শিশু দুটির মাথা হাত পা আলাদা থাকলেও তাদের দুজনেরই বুক একটাই। উপজেলার হাকিমপুর গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী খুরশিদা বুক জোড়া লাগা ওই জমজ শিশুর জন্ম দেন।

জন্মের একদিন পর শিশুদুটিকে নিয়ে খুরশিদা তার বাবার বাড়ি মসিয়ূর নগরে অবস্থান করছিলেন। জন্মের পর থেকে দুজনেই সুস্থ ছিল। বুকজোড়া লাগা নিয়ে জন্ম নেয়া শিশুদুটিকে দেখতে উৎসুক জনতা দেখতে ভিড় করছিল।

জমজ শিশুকন্যা দুটির পিতা উজ্জল হোসেন মোবাইল ফোনে জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তাদের মৃত্যু হয়। বুধবার সকালেই জমজ কন্যা শিশুদুটিকে মসিয়ূর নগরে তাদের নানার বাড়িতে কবরস্থ করা হয়।

এর আগে শিশুদুটির পিতা জানান, জন্মের পর অসী ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকরা তাদের বলেছেন তাদের বুক এমন ভাবে জোড়া লাগা রয়েছে অপারেশন করেও শিশুদুটিকে আলাদা করা সম্ভব নয়। তবে জন্মের পর থেকেই তারা সুস্থ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App