×

জাতীয়

হামে যেন আর কেউ মারা না যায়: শেখ হাসিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ১২:০৯ পিএম

খাগড়াছড়িতে হামে শিশু মারা যাওয়ার কারণ জানতে চেয়ে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হামে যেন আর কেউ মারা না যায়। ওখানে কি হামের টিকা দেওয়া হয়নি? হামের টিকা যেন সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে। এর জন্য প্রশাসনের পাশাপাশি আর দলের নেতা-কর্মীদের কেও সতর্ক করতে ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কুসংস্কারের কারণে হামের টিকা ঠিকমতো অনেকে নিতে চান না। তবে আমরা চেষ্টা করছি মানুষকে বুঝাতে। এজন্য স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।

এসময় খাগড়াছড়িতে যেন সীমান্তবর্তী এলাকা দিয়ে কোন মানুষ ঢুকতে না পারে। সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App