×

সারাদেশ

প্রতিবন্ধী-দুঃস্থদের পাশে বেতাগী থানা পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০২:৩১ পিএম

প্রতিবন্ধী-দুঃস্থদের পাশে বেতাগী থানা পুলিশ

ছবি: প্রতিনিধি

প্রাণঘাতী করোনার প্রভাবে বরগুনার বেতাগীতে ঘরবন্দি মানুষের দিন কাটছে আতঙ্ক আর উৎকণ্ঠায়। এমন মুহূর্তে আত্মসমর্পণকারী মাদকসেবী, প্রতিবন্ধী ও খেটে খাওয়া দুস্থ-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে বেতাগী থানা পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) বিকালে বেতাগী থানা চত্বরে ৫০ জন আত্মসমর্পণকারী মাদকসেবী, প্রতিবন্ধী দুঃস্থ নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী হিসাবে প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল বিতরণ করা হয়। এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু নিজে এ খাদ্য সহায়তা তুলে দেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, করোনার কারণে ঘরবন্দি কর্মহীন অসহায় কোনো মানুষ যাতে না খেয়ে না থাকে, সেটি নিশ্চিত করতে বিগত সময়ে আত্মসমর্পণকারী মাদকসেবী, প্রতিবন্ধী ও খেটে খাওয়া দুস্থ-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় তিনি সবাইকে প্রশাসনের নির্দেশ মেনে ঘরে থাকার পরামর্শ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App