×

পুরনো খবর

করোনায় এই প্রথম চীন মৃত্যুশূন্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৬:৩৪ পিএম

করোনায় এই প্রথম চীন মৃত্যুশূন্য

ফাইল ছবি

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৭ এপ্রিল) চীনে কারো মৃত্যু হয়নি। নতুন করে ৩২ জন শনাক্ত হলেও এই প্রথমবারের মতো চীনে কারো মৃত্যু হলো না। বিবিসি অনলাইনের খবরে দেশটির স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

করোনা শুরু থেকে চীনে প্রতিদিন করোনাভাইরাসে শনাক্ত ও মৃতের সংখ্যা জানিয়ে আসছে ন্যাশনাল হেলথ কমিশন। সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) এই সংখ্যা ছিল ৩৯। নতুন যারা আক্রান্ত হয়েছেন, তারা সবাই সাম্প্রতিক সময়ে দেশের বাইরে থেকে চীনে গেছেন।

চীনের সরকারি হিসাবে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭৪০ জন। মারা গেছে তিন হাজার ৩৩১ জন। যদিও চীনের বিরুদ্ধে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা গোপনের অভিযোগ রয়েছে।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সেই হিসাবে চীনে মৃতের সংখ্যা এত কম হওয়ার কোনো যৌক্তিক কারণ বিশেষজ্ঞরা এখনও দিতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App