×

স্বাস্থ্য

করোনায় মৃত্যুহারে ইতালির পরেই বাংলাদেশ

Icon

nakib

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৫:৩৩ পিএম

করোনায় মৃত্যুহারে ইতালির পরেই বাংলাদেশ

বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা

করোনা ভাইরাসে আক্রান্তের তুলনায় মৃত্যুহারে বাংলাদেশ এখন ইতালির কাছাকাছি। গত রবিবার পর্যন্ত ইতালিতে নিশ্চিত আক্রান্ত ১২৪,৬৩২জন ও মৃত্যু হয়েছে ১৫,৩৬২ জনের যা শতকরা হারে ১২.৩। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ আরও ৫ মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসের আক্রমণের শিকার হয়ে মোট ১৭ জন মারা গেলেন। এছাড়া নতুন করে আরও ৪১ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ফলে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৪ জনে। বাংলাদেশের আক্রান্তের হার শতকরা ৯.৭৮%। যুক্তরাষ্ট্রের এই হার ২.৭% ও মৃত্যুহারে সবচেয়ে কম নরওয়ে ১.১%, জার্মানী ১.৫% ও কানাডা ১.৭%। ভারতের মৃত্যুহার ২.৮%। বাংলাদেশের এখন প্রস্তুতি হতে হবে মৃত্যুর হার কমানো নিয়ে। জেনে নেয়া দরকার যুক্তরাষ্ট্র-সহ যে যে দেশ নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এতো উচ্চহারে আক্রান্তের পরেও কেমন করে মৃত্যুর হার কমিয়ে রাখতে পেরেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯২ জনের নমুনা পরীক্ষা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৪১ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। একদিনের হিসাবে এটিই সর্বোচ্চসংখ্যক মানুষের করোনা শনাক্ত হওয়ার রেকর্ড। নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ, বাকিরা নারী। ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের। মৃত পাঁচজনের মধ্যে দুজনের বয়স ৬০ বছরের ওপরে, দুজনের ৫০ বছরের ওপরে, একজনের বয়স ৪০ বছরের ওপরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App